• মেমারিতে রাজ্য সড়কে চলন্ত ডাম্পারে আগুন, স্তব্ধ যান চলাচল
    এই সময় | ১০ মার্চ ২০২৫
  • রবিবার দুপুরে মেমারি থানার গন্তার এলাকায় একটি ডাম্পারে আচমকা আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। এ দিন দুপুরের দিকে মেমারি-কাটোয়া রাজ্য সড়কে চলন্ত একটি ১৬ চাকার ডাম্পারে হঠাৎই আগুন লেগে যায়। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যান চলাচলও স্তব্ধ হয়ে যায়।

    পুলিশ ও দমকল সূত্রে জানা গিয়েছে, রামপুরহাট থেকে একটি পাথর বোঝাই ১৬ চাকার ডাম্পার মেমারি-কাটোয়া রাজ্য সড়ক ধরে মগরার দিকে যাচ্ছিল। আচমকাই পিছনের দুটি চাকার সঙ্গে গরম পিচের রাস্তার ঘর্ষণের ফলে আগুন লেগে বিকট শব্দে ফেটে যায়। এর পরই মুহূর্তের মধ্যে গোটা এলাকায় কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পরে ওই রাজ্য সড়ক।

    এক দমকল কর্তা বলেন, ‘মেমারি থানা এলাকায় পাথর বোঝাই একটি ডাম্পার রামপুরহাট থেকে মগরার দিকে যাচ্ছিল। রাস্তার সঙ্গে চাকার ঘর্ষণে আগুন লেগে যায়। দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে। ভয়ের কোনও কারণ নেই।’

    গাড়ির চালক শেখ সাবির আলি বলেন, ‘গাড়িটি নিয়ে আসছিলাম। হঠাৎই পিছনের দুটি চাকা থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। পরে চাকায় আগুন লেগে যায় এবং তা ফেটে যায়।’

  • Link to this news (এই সময়)