• উপস্বাস্থ্যকেন্দ্রে চলল বুলডোজ়ার, তুমুল উত্তেজনা মেদিনীপুরে
    এই সময় | ১০ মার্চ ২০২৫
  • গ্রামের উপস্বাস্থ্যকেন্দ্র বুলডোজ়ার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল। রবিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর-১ ব্লকের ধরমপুর এলাকায় এই ঘটনা ঘটে। গ্রামে দীর্ঘদিনের এই উপস্বাস্থ্যকেন্দ্র। যদিও এখান থেকে কোনও পরিষেবা দেওয়া হতো না। শুধুই ভবনটি তৈরি করা হয়। অভিযোগ, রবিবার দুপুরে হঠাৎই বুলডোজ়ার নিয়ে এসে গ্রামের সেই উপস্বাস্থ্যকেন্দ্র ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এলাকার লোকজনের অভিযোগ, অক্ষয় দাস নামে এক ব্যক্তি দাবি করেন, এই উপস্বাস্থ্যকেন্দ্র তাঁর জমির উপরে। তাই তা ভাঙা হচ্ছে।

    এলাকার লোকজনের দাবি, সঙ্গে সঙ্গে গ্রাম পঞ্চায়েত প্রধান সহ অনেকেই সেখানে পৌঁছন। তীব্র উত্তেজনার সৃষ্টি হয় এলাকায়। পরে পুলিশ এসে বেশ কয়েক জনকে আটক করে।

    দাসপুরের ধরমপুর এলাকায় ওই উপস্বাস্থ্যকেন্দ্র ছিল। বহু পুরোনো ওই উপস্বাস্থ্যকেন্দ্র থেকে পরিষেবা কিছু না মিললেও সরকারি ভাবে ভবনটি তৈরি করা হয়েছিল বলে এলাকার লোকজন জানান। মাসখানেক আগে ওই উপস্বাস্থ্যকেন্দ্রের জমির মালিকানা দাবি করেন এলাকার বাসিন্দা অক্ষয় দাস। এলাকার মানুষজন তাতে বাধা দেন।

    এরপরই আইনি জটিলতার সৃষ্টি হয়। জল গড়ায় আদালত পর্যন্ত। রবিবার অক্ষয় দাস নামে ওই ব্যক্তি জেসিবি মেশিন ও বেশ কয়েক জনকে নিয়ে এসে ওই উপস্বাস্থ্যকেন্দ্রটি ভেঙে দেন। ঘটনার খবর যায় গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে। তিনি আসলে অক্ষয় দাস ও তাঁর সঙ্গে থাকা বেশ কয়েকজন তাঁর দিকে তেড়ে যান বলে অভিযোগ।

    দাসপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পঞ্চায়েতের প্রধান লাল্টু চক্রবর্তী। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে অক্ষয় দাস-সহ বেশ কয়েক জনকে আটক করে দাসপুর থানায় নিয়ে যায়। এলাকার মানুষের দাবি, সরকারি জায়গা ব্যক্তিগত বলে দাবি করে ওই উপস্বাস্থ্যকেন্দ্রটি ভেঙে দেন অক্ষয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

  • Link to this news (এই সময়)