• ক্লোজ় সেই মদ্যপ উর্দিধারী, হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন
    এই সময় | ১০ মার্চ ২০২৫
  • মেডিক্যাল কলেজের মাটিতে পড়ে লুটোপুটি খাচ্ছেন মদ্যপ উর্দিধারী। শনিবার রাতে এমনই অভিযোগ উঠল কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সাত মাস আগে আরজি কর মেডিক্যাল কলেজে ধর্ষণ ও খুনের ঘটনা ঘটেছে। তার পরও হাসপাতালের নিরাপত্তা কি আদৌ জোরদার হয়েছে? এই প্রশ্নই তুলে দিল কলকাতা পুলিশের ওই কনস্টেবলের আচরণ। সূত্রের খবর, আপাতত অরুণকুমার দাসকে ক্লোজ করা হয়েছে।

    শনিবার রাত তখন সওয়া ৯টা। অভিযোগ, কলকাতা পুলিশের কনস্টেবল অরুণকুমার দাস জরুরি বিভাগের গেটের সামনে সাদা উর্দি পরে গড়াগড়ি খাচ্ছিলেন। সহকর্মীরা তুলে ধরলেও সোজা হয়ে দাঁড়ানোর ক্ষমতা ছিল না তাঁর। কথা বলতে গেলে জড়িয়ে আসছিল জিভ। যে সহকর্মীরা তাঁকে তুলে নিয়ে যাচ্ছিলেন, মুখ চুন। সাংবাদিকরা প্রশ্ন করায় ওই কনস্টেবল বলেন, ‘পান তিরঙ্গা’ খেয়েছেন।

    তড়িঘড়ি তাঁকে ক্লোজ করা হয় বলে খবর। সূত্রের খবর, সাসপেন্ডও করা হতে পারে তাঁকে। তবে শনিবারের পর রবিবারও মদ খেয়ে ব্যারাকে ছিলেন অরুণকুমার। অভিযোগ অন্তত এমনটাই। এই প্রথম নয়, এর আগেও কখনও কখনও তিনি এমন ঘটনা ঘটিয়েছেন বলে সূত্র মারফত উঠে আসছে তথ্য।

    গত বছর আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ-খুনের ঘটনার পর, প্রশ্ন উঠেছিল সরকারি হাসপাতালগুলি আদৌ কি মহিলাদের জন্য নিরাপদ? অনেকেই অভিযোগ তুলেছিলেন, রোগীর সঙ্গে যে আত্মীয়রা আসেন, অনেকেই মদ্যপ অবস্থায় থাকেন। এমনকী পুলিশকে ডেকেও পাওয়া যায় না বলেও সে সময় অভিযোগ তুলেছিলেন ছাত্রীদের কেউ কেউ। এ বার এই ঘটনা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরাও।

  • Link to this news (এই সময়)