ব্যারাকপুর কমিশনারেটের তৎপরতায় নিমতা থানার সহযোগে অবশেষে দিল্লি থেকে গ্রেপ্তার মাকে হত্যাকারী ছেলে ও তাঁর বউ !...
আজকাল | ১০ মার্চ ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: গত ১৫ ই ফেব্রুয়ারি নিমতা থানার অন্তর্ভুক্ত কবি সত্যেন্দ্র পল্লীর বাসিন্দা 'মা' রিতা ভট্টাচার্যকে হত্যা করে তাঁর বড় ছেলে সুজিত ভট্টাচার্য এবং বউ চন্দ্রানী ভট্টাচার্য নগদ টাকা পয়সা দলিল দস্তাবেজ এবং সোনাদানা নিয়ে পালিয়ে যায়। ছোট ভাই সুবীর ভট্টাচার্য মাকে হত্যা করে পালিয়ে গেছে দাদা বলে লিখিত অভিযোগ জানায় নিমতা থানায়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে ব্যারাকপুর কমিশনারেটের নিমতা থানার পুলিশ।
বলাবাহুল্য, পুলিশ রীতিমতো চিরুনি তল্লাশি করতে শুরু করে। এলাকায় তাঁর কোন খোঁজ পর্যন্ত পাওয়া যায় না। পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন তাঁরা প্রথমে টোটো করে বেলঘড়িয়া স্টেশন এবং তারপর চার চাকা গাড়ি ভাড়া করে বর্ধমান স্টেশন যায় এবং তারপর নেট কানেকশন অফ হয়ে যায়। এরপর পুলিশ ড্রাইভার এর সূত্র ধরে ঝাড়খন্ড বিহার তল্লাশি করে সূত্র ধরে পৌঁছায় দেরাদুন। মূলত সোশ্যাল মিডিয়া মনিটরিং করেই দেরাদুন পৌঁছিয়ে সেখান থেকে গ্রেপ্তার করে এই দম্পতিকে।
পুলিশ সূত্রে আরো খবর, এই দম্পতি প্রথমে বর্ধমান থেকে সোজা দিল্লি পৌঁছায় সেখানে বেশ কিছুদিন বসবাসের পর সেখান থেকে দেরাদুন এসে থাকতে শুরু করে। স্থানীয় বাসিন্দাদের বলে, দিল্লিতে প্রচন্ড গরম তাই সেখানে থাকতে পারছে না, তাই দেরাদুনে চলে যাবে। পুলিশ তাঁদেরকে গ্রেপ্তার করে নিমতা থানায় নিয়ে আসে এবং জিজ্ঞাসাবাদ করছে আরও বিস্তারিত তথ্য এবং হত্যার রহস্য উদঘাটনে।