• মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের ভেতরেই আত্মঘাতী রোগী ...
    আজকাল | ১০ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের বাথরুম থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল এক বিষ খাওয়া রোগীর মৃতদেহ। রবিবার ভোররাতের এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে।

     মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে- বছর চল্লিশের সাফাতুল্লা শেখ নামে এক ব্যক্তি কোনও অজ্ঞাত কারণে বিষ খেয়ে নিলে এবং তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে শুক্রবার তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। শনিবার রাতের পর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে রবিবার ভোররাতে পরিবার সদস্যরা রোজার 'সেহেরি' করতে হাসপাতালের বাইরে যান। 

    এরপর তাঁরা ফিরে এসে দেখেন বাথরুমের মধ্যে ঝুলন্ত অবস্থায় রয়েছে সাফাতুল্লা। ঘটনাকে কেন্দ্র করে  চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাসপাতালে ভর্তি থাকা রোগী ও তাঁদের পরিবার সদস্যদের মধ্যে।

    মৃতের পরিবারের এক সদস্য বলেন, সাফাতুল্লা শেখের দীর্ঘদিন ধরে কিছু মানসিক সমস্যা ছিল ।সেই কারণে তাঁর চিকিৎসাও চলছিল। কোনও এক অজ্ঞাত কারণেই সে বিষ খেয়েছিল। যখন সে সুস্থ হয়ে উঠছিল তখন হঠাৎই ভোররাতে গলায় গামছা জড়িয়ে আত্মঘাতী হয়েছে। কেন  সাফতুল্লা বিষ খেয়েছিল কেনই বা আত্মঘাতী হল আমরা কিছুই বুঝতে পারছি না।  এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ। দেহটি মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
  • Link to this news (আজকাল)