• কেন্দ্রের বঞ্চনার অভিযোগ নিয়ে এবার পথে কোল ইন্ডিয়ার পেনশনভোগীরা! পেনশন মাত্র ৪৯ টাকা!...
    আজকাল | ১০ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: কোল ইন্ডিয়ার অবসরপ্রাপ্ত ৬ লক্ষ ২০ হাজার পেনশনভোজীরা কেন্দ্রীয় সরকারের বঞ্চনার অভিযোগ নিয়ে এবার আন্দোলনে সামিল হল সারা দেশের ১৪ টি সংগঠন, যারা আজ একই ছাতার তলায় 'Joint Convention' অনুষ্ঠান করে কলকাতা রবীন্দ্র তীর্থ অডিটোরিয়ামে। তাঁরা আজ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে উপস্থিত হয়েছিলেন আজকের এই কনভেনশনে। এই কনভেনশনের মূল আয়োজনে ছিলেন বিমান মিত্র, প্রবীর মুখার্জি ও রাকেশ কুমার যিনি এই সংগঠনের বোর্ড অফ ট্রাস্টি। যাদের সংগঠনের নাম 'কোল মাইনস প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন'। তাঁদের দাবি একটাই তাঁদের পেনশনকে অবিলম্বে বৃদ্ধি করতে হবে এবং অবসরপ্রাপ্ত কর্মীদের স্বাস্থ্য পরিষেবার প্রকৃত ব্যবস্থা নিতে হবে।

    এদিন রবিবার ৯ মার্চ কলকাতা নিউ টাউন-এর রবীন্দ্র তীর্থ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় জয়েন্ট কনভেনশন, যেখানে সারা দেশের কোল ইন্ডিয়া থেকে অবসরপ্রাপ্ত কয়েক লক্ষ কর্মীরা আসেন যারা ঠিকমতো পেনশন পাচ্ছেন না। যাদের মধ্যে ১ লক্ষ পেনশন ভোগীরা ৪৯ টাকা থেকে ১হাজার টাকার নিচে পেনশন পাচ্ছেন। বাকিরা হাজার টাকার উপরে পেনশন পাচ্ছেন, কিন্তু সেখানেও যোগ্য সম্মান মত পেনশন পাচ্ছেন না তাঁরা। তাঁদেরও পেনশন কারোর ১ বা ২ হাজার, কারোর ৩ হাজার বা কারুর সাড়ে তিন হাজার।যেখানে তাদের দাবি ন্যূনতম তাঁদের পেনশন হওয়া উচিৎ ১০ হাজার টাকা বা তার উর্ধ্বে। 

    যেখানে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল গত বছর ২০১৪ ১লা জানুয়ারি থেকে পেনশন ন্যূনতম ১০ হাজার টাকা করা হবে। কিন্তু সে কথার কোন মান্যতা বা স্বীকৃতি আজও পাননি তাঁরা।সেই দাবি নিয়েই আজকে মূলত তাঁরা একত্রিত হন যাতে কেন্দ্রীয় সরকারের নজরে আসে পুরো বিষয়টা। 

    একই রকম ভাবে তাঁদের স্বাস্থ্য ক্ষেত্রেও কোনরকম স্বচ্ছতা নেই। দেওয়া হয় না ঠিকমত স্বাস্থ্য পরিষেবা। ১ লক্ষ অবসরপ্রাপ্ত ব্যক্তিরা স্বাস্থ্যসেবা পান, কিন্তু বহু কষ্টে। তাঁদের এক প্রকার জুতোর শুকতলা ক্ষয়ে যায় স্বাস্থ্য বীমার টাকা পেতে। বাকিরা তো কোনরকম এই বীমার আওতায় পরেন না বা তাঁদের দেওয়া হয় না। এমনটাই অভিযোগ করেছেন কোল ইন্ডিয়ার অবসরপ্রাপ্ত আধিকারিক ও কর্মীরা।

    উল্লেখ্য তাঁদের আরো দাবী, কেন্দ্রীয় সরকারের লেবার মিনিষ্ট্রির আওতায় 'এমপ্লয়ি প্রফিডেন্ট ফান্ড' যাদের ৭৮ লক্ষ ব্যক্তিরা তাঁদের পেনশন পেয়ে চলেছেন সময়মতো। সেখানে কেন তাঁদের পেনশন নিয়ে টালবাহানা চলবে। একই সরকারের দু'রকম নীতি হওয়ার কী কারণ এমনটাও প্রশ্ন তুলেছেন অবসরপ্রাপ্ত এই সরকারি কর্মীরা।
  • Link to this news (আজকাল)