• পূর্ণবয়স্ক দুই পুরুষ হাতির ধুন্ধুমার লড়াইয়ের সাক্ষী বাগডোগরা, কী ঘটল তারপর?
    আজকাল | ১০ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বাগডোগরার জঙ্গলে দুই পুরুষ হাতির ধুন্ধুমার লড়াই। রবিবার সকালে আনুমানিক ৫টা থেকে ৬টা নাগাদ ঘটনাটি ঘটেছে বলে খবর বনদপ্তর সূত্রে। জানা গিয়েছে, এদিন সকালে ৩০ বছর বয়সী এক পুরুষ হাতির সঙ্গে আরেকটি পুরুষ হাতির লড়াই বাঁধে। দুই হাতির লড়াইয়ের ফলে একটি হাতি গুরুতর জখম হয়। বাগডোগরা বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছলে জখম হাতিটিকে মৃত অবস্থায় উদ্ধার করে। বনদপ্তর সূত্রে খবর, অন্য জঙ্গল থেকে এসে লড়াইয়ে অবতীর্ণ হয় হাতি! তবে মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।

    সাতসকালে দুই পুরুষ হাতির মধ্যে লড়াইয়ের জেরে জখম হয়ে মৃত্যু হয়েছে একটি হাতির। মৃত হাতিটির বয়স ছিল আনুমানিক ৩০ বছর। অন্য হাতিটি আহত হয়েছে কিনা তা খতিয়ে দেখছেন বনদপ্তরের কর্মীরা। বনদপ্তরের কার্শিয়াং ডিভিশনের ডিএফও দেবেশ পান্ডে জানান, ‘বনদপ্তর যতক্ষণে হাতিটিকে খুঁজে বের করে ততক্ষণে একটি হাতির মৃত্যু হয়ে গিয়েছিল। মৃত পুরুষ হাতিটির বয়স আনুমানিক ৩০ বছর। হাতিটির শরীরে অধিক রক্তক্ষরণ ও দেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে’। মৃত হাতির দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্ত করা হবে।
  • Link to this news (আজকাল)