• 'আধঘণ্টা ছেড়ে দিন...', যাদবপুর কাণ্ডে এবার বিতর্কে বিজেপি বিধায়ক!
    ২৪ ঘন্টা | ১০ মার্চ ২০২৫
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যাদবপুর কাণ্ডে এবার আসরে বিজেপি! 'আধঘণ্টা ছেড়ে দিন যাদবপুর ঠান্ডা করে দেব', বিতর্কে বাঁকু়ড়ার ওন্দার বিধায়ক অমরনাথ শাখা। সঙ্গে কটাক্ষ,  'সিপিএম আর তৃণমূল এক হয়ে গিয়েছে'।

    বিজেপি বিধায়ক বলেন, 'যাদবপুরটা সারা ভারতবর্ষের একটা প্রাণকেন্দ্র হয়ে গিয়েছে। কারণ, চোরে চোরে মাসতুতো ভাই। সিপিএম আর তৃণমূল এক হয়ে গিয়েছে'। সঙ্গেও হুঁশিয়ারি, 'আমরাও সবাই যদি মিলেমিশে চলে, বিজেপি কার্যকর্তাদের যদি ছেড়ে দেয়, আধঘন্টার মধ্যে যাদবপুরকে ঠাণ্ডা করে দেব'।

    স্থানীয় তৃণমূলের নেতৃত্বের পাল্টা দাবি, 'যাদবপুরে তৃণমূল কংগ্রেস একাই একশো, বিজেপি কোনও ফ্য়াক্টর নয়। সিপিএম গোটা পশ্চিমবঙ্গ বাংলায় শূন্যে দাঁড়িয়ে রয়েছে। সিপিএমকে নিয়ে চিন্তা ভাবনা কিছু নেই'।

    ক্য়াম্পাসে এবার বিক্ষোভের মুখে খোদ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু! যাদবপুর কাণ্ডে উত্তাল রাজ্য। শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে যখন পথে নেমেছে বামেরা, তখন বামেদের বিরুদ্ধে মন্ত্রীকে হামলার অভিযোগ তুলেছে তৃণমূল। সাংসদ সৌগত রায়ের মতে. 'বিশ্ববিদ্যালয়ের খরচ রাজ্য সরকার দেয়। প্রশাসনিকভাবে যাদবপুরকে নিয়ন্ত্রণ করতে হবে'। সত্তর দশকের দাওয়াই'-র নিদান দিয়েছেন তিনি।

    এদিকে যাদবপুরকাণ্ডে পর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন উপাচার্য ভাস্কর গুপ্ত। আজ, রবিবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন তিনি। আপাতত কারও সঙ্গে দেখাসাক্ষাত্‍ বা কোনও বৈঠক করতে পারবেন না তিনি। ১৫ দিনে বাড়িতে বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিত্‍সকরা।

    Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

  • Link to this news (২৪ ঘন্টা)