• দাম নিয়ে বিবাদ, মালিককে হুমকি! আলিপুরে পুরনো আসবাবের দোকানে চড়াও একাধিক যুবক
    প্রতিদিন | ১০ মার্চ ২০২৫
  • নিরুফা খাতুন: আলিপুরে পুরনো আসবাবপত্রের দোকানে ধুন্ধুমার! জিনিস কেনার সময় দাম নিয়ে বিবাদের জেরে দোকানে ভাঙচুর। বিক্রেতা হুমকির পর, দলবল নিয়ে হামলার অভিযোগ। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে পথ অবরোধ স্থানীয়দের। নামাতে হল পুলিশ বাহিনী। ঘটনায় উত্তপ্ত এলাকা।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে আলিপুর গোপালনগর মোড়ের এক পুরনো আসবাবপত্রের দোকানে আসেন কয়েকজন যুবক। তাঁরা কয়েকটি জিনিসের দরদাম করতে থাকেন। একটি আসবাবপত্র পছন্দ হওয়ায় দাম জিজ্ঞাসা করেন তাঁরা। তবে সেই দাম পছন্দ না হওয়ায় বচসা বাঁধে। হুমকি দেওয়া হয় দোকানের মালিককে।

    অভিযোগ, এরপরই চেতলা এলাকা থেকে একদল যুবক দোকানের সামনে জমায়েত করেন। কিছু বোঝার আগেইস তাঁরা দোকানের ভিতরে ভাঙচুর চালায় বলে অভিযোগ। লন্ডভন্ড করা হয় আসবাবপত্র। ভাঙচুর চালানো হয় দোকানের একাধিক ঘর। হামলাকারীরা চলে যাওয়ার পর অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ। দোষীদের গ্রেপ্তারের আশ্বাস দেওয়া হলে অবরোধ তুলে নেওয়া হয়।

    সামান্য আসবাবপত্র কেনাকে কেন্দ্র করে এতবড় ঝামেলা কেন? তা নিয়ে প্রশ্ন উঠছে। কোনও পুরনো শত্রুতা রয়েছে কি না, খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তদন্ত শুরু করেছে পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)