রাজ্যপালের নাম ভাঁড়িয়েও প্রতারণার ছক! সতর্ক না হলেই বিপদ
হিন্দুস্তান টাইমস | ১০ মার্চ ২০২৫
প্রতারণার নানা ছক। নিত্য নতুন সেই ছক বদলে ফেলছে প্রতারকরা। এবার পশ্চিমবঙ্গের রাজ্যপালের নাম ভাঁড়িয়েও প্রতারণার ছক। একেবারে রাজ্যপাল সিভি আনন্দ বোসের নাম ভাঁড়িয়ে প্রতারণার চেষ্টা হয়েছে বলে অভিযোগ। রাজ্যপালের নামে সমাজমাধ্য়মে ভুয়ো অ্য়াকাউন্ট। আর সেই অ্যাকাউন্ট খুলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার চেষ্টা চলছে বলে অভিযোগ। এনিয়ে একাধিক অভিযোগের কথা জানতে পেরেছে রাজ্যপালের দফতর। তারপরে গোটা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে রাজভবন। এনিয়ে রাজভবনের তরফে সকলকে সতর্ক করা হয়েছে। এই ধরনের কোনও ব্যাপারে সন্দেহজনক কিছু মনে হল তা পুলিশকে জানাতে হবে বলেও পরামর্শ দেওয়া হচ্ছে।
সূত্রের খবর, ফোনের মাধ্য়মে বা সশরীরে এই টোপ ফেলা হচ্ছে। মূলত রাজভবন বা রাজ্যপালের কথা উল্লেখ করে কিছু সুবিধার আশ্বাস দেওয়া হচ্ছে। কিন্তু সবটাই ভুয়ো। সেকারণেই সাধারণ মানুষকে সাবধান করেছে রাজভবন। ভুলেও এদের খপ্পরে পড়বেন না। পড়লে সব কিছু খোয়াতে হতে পারে।
সম্প্রতি এক পদস্থ পুলিশ আধিকারিকের নাম ভাঁড়িয়েও এই ধরনের প্রতারণার জাল পাতা হয়েছিল। সেই ঘটনায় পুলিশ এক অভিযুক্তকে গ্রেফতারও করেছিল। এবার একেবারে রাজ্য়পালের নাম ভাঁড়িয়ে প্রতারণার ছক। তবে গোটা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে রাজভবন।
সম্প্রতি প্রতারণার নানা রকম ফাঁদ পাতা হচ্ছে গোটা রাজ্য জুড়ে। সেই সূত্র ধরে একেবারে অভিনব প্রতারণার অভিযোগ উঠেছিল কিছুদিন আগে। খোদ মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ছবি ব্যবহার করে প্রতারণার অভিযোগ। মমতার নাম ও ছবি ব্যবহার করে প্রতারণার ফাঁদ পাতা হয়েছিল বালুরঘাটে। রীতিমতো ঋণের ফাঁদ পাতা হয়েছিল বালুরঘাটে।
সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করা হয়েছিল। সেখানে লেখা হয়েছিল, প্রিয় বোনেরা সুদ ছাড়াই ৪০ হাজার টাকা পাবেন।প্রতি মাসে মাত্র ৫৫৯ টাকা। ঠিক যেমন সরকারি বিজ্ঞাপন দেওয়া থাকে অনেকটা সেরকমই। আসলে সেই ছবির আড়ালেই রয়েছে প্রতারণার ফাঁদ।
আসলে সেই ছবিতে ক্লিক করলেই খুলে যাবে অ্যাপ। পোস্টটিতে ক্লিক বাটন রয়েছে। সেখানে ক্লিক করলেই অ্য়াপ ইনস্টল করার হাতছানি। সেখান থেকেই ঋণ নেওয়ার হাতছানি। এদিকে এর সঙ্গে সরকারি ঋণের কোনও ব্যাপার নেই বলেই খবর।
এবার একেবারে রাজ্যপালের নাম ভাঁড়িয়ে প্রতারণার ছক। তবে এবার সেই ফাঁদ নিয়ে সতর্ক করা হয়েছে।