কত কী তো খাবার আছে! তবে এবার একেবারে ওরিও বিস্কুট দিয়ে অমলেট। নেট দুনিয়ায় ঝড় তুলেছে সেই অমলেট।
চকোলেট রসগোল্লা থেকে শুরু করে ফান্টা নুডলস, ভাইরাল হওয়ার আশায় নানা ধরনের খাবারের কথা তবে, এবার নেট দুনিয়ায় একটি নতুন ভিডিয়ো সামনে এসেছে। সেখানে কলকাতার এক রাস্তার বিক্রেতাকে ওরিও বিস্কুট দিয়ে একটি অমলেট তৈরি করতে দেখা গেছে!
ফুড ব্লগার শিবম শর্মার ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভাইরাল ভিডিও ব্যবহারকারীদের হতবাক করে দিয়েছে। ফুটেজটি একটি সাধারণ স্ট্রিট ফুড ক্লিপের মতো শুরু হয়, যেখানে বিক্রেতাকে তার বড় প্যানটি গরম করতে এবং রাস্তার পাশে একটি অমলেট প্রস্তুত করতে দেখা যায়। তিনি একটি বাটিতে ডিম ফাটিয়ে, সেগুলি একটি ব্যাটারে ঝাঁকুনি দেন এবং কড়াইতে ছড়িয়ে দেন।
যাইহোক, দর্শকরা যখন ভেবেছিলেন এটি একটি সাধারণ অমলেট রেসিপি, ঠিক তখনই বিক্রেতা একটি অপ্রত্যাশিত মোড় নিয়েছিলেন - তিনি ওরিও বিস্কুটের একটি প্যাকেটের জন্য হাত বাড়িয়ে দেন। কোনো দ্বিধা না করে পুরো প্যাকেটটা প্যানের ওপর খালি করে সাবধানে বিস্কুটগুলো অমলেটের ব্যাটারে চাপ দিয়ে দেন। থালাটি সম্পূর্ণ করার জন্য, তিনি ওরিও গুলিকে ভালভাবে রান্না করা হয়েছে তা নিশ্চিত করে তিনি গোটা অমলেটটি উলটে দেন, যার ফলে একটি প্যাচযুক্ত বাদামী রঙ তৈরি হয়ে যায়।
ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করার পর থেকে নেটিজেনদের মধ্যে প্রতিক্রিয়ার ঢেউ উঠেছে, যাদের বেশিরভাগই এই খাবারটি দেখে একেবারে আতঙ্কিত হয়ে পড়েছেন। অনেক ব্যবহারকারী তাদের অবিশ্বাস প্রকাশ করেছেন। বলছেন এসব আবার হতে পারে নাকি!
‘এটি খাদ্য এবং সাধারণ জ্ঞান উভয়ের উপরই আক্রমণ,’ একজন ব্যবহারকারী লিখেছেন, স্পষ্টতই অসন্তুষ্ট।
' আরেকজন মজা করে লিখেছেন, 'আপনি দুটি জিনিস মিশ্রিত করতে পারেন তার মানে এই নয় যে আপনার তা করা উচিত। কে ভাবছে এসব?"
একজন হতবাক দর্শক মন্তব্য করেছিলেন, 'আমি সিদ্ধান্ত নিতে পারি না কোনটি খারাপ- ধারণাটি বা সত্য যে তিনি আসলে এটি খেয়েছিলেন।
এক ব্যবহারকারী ব্যঙ্গ করে লিখেছেন, "সেই দিনের জন্য অপেক্ষা করছি যেদিন কেউ টুথপেস্ট দিয়ে ম্যাগি বানাবে। ব্যাপারটা হাতের বাইরে চলে যাচ্ছে।
' আরেকজন লিখেছেন, 'দুঃস্বপ্ন এভাবেই তৈরি হয়।
এদিকে কেউ কেউ বাকরুদ্ধ হয়ে পড়েন। ‘আমি বিশ্বাস করতে অস্বীকার করি যে এটি বিদ্যমান,’একজন ব্যবহারকারী সাধারণ প্রতিক্রিয়ার জানিয়েছেন।