• গ্রামীণ উন্নয়নে নজির, হাওড়া জেলায় সেরা পঞ্চায়েত সমিতি উদয়নারায়ণপুর
    এই সময় | ১০ মার্চ ২০২৫
  • বিভিন্ন উন্নয়নের কাজ সঠিক সময়ে শেষ করা, সম্পদ সৃষ্টি করার জন্য পরিকল্পনা করা এবং বাস্তবায়িত করা, সঠিক সময় অর্থ খরচ করা-সহ একাধিক মানদণ্ডের নিরিখে হাওড়া জেলার সেরা পঞ্চায়েত সমিতি নির্বাচিত হল উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতি।

    হাওড়া জেলা পরিষদের উদ্যোগে অর্ধ বর্ষ গ্রাম সভায় বিভিন্ন মানদণ্ডের সর্ব্বোচ্চ পয়েন্টের নিরিখে উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতিকে প্রথম ঘোষণা করা হয়। এই প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতি এবং তৃতীয় হয়েছে উলুবেড়িয়া-১ পঞ্চায়েত সমিতি। 

    হাওড়া জেলা পরিষদ সূত্রে খবর, নিজস্ব সম্পদ সৃষ্টির পাশাপাশি নিজস্ব আয় বৃদ্ধি করতে একাধিক উদ্যোগ নিয়েছে উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতি। পঞ্চায়েত সমিতির সভাপতি কল্যাণ গায়েন বলেন, ‘বিভিন্ন বিজ্ঞাপন থেকে আয়ের  জন্য পঞ্চায়েত সমিতির উদ্যোগে উদয়নারায়ণপুর বাসস্ট্যান্ডে একটি ইলেকট্রনিক্স বোর্ড বসানো হয়েছে। যেটা থেকে প্রতি মাসে ৩০ হাজার টাকা করে আয় হবে। এছাড়াও উন্নয়নের জন্য আসা টাকা পয়সা সময়মতো খরচ এবং ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রেও আমরা সর্বদা স্বচ্ছতা বজায় রেখেছিলাম।’

    উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতি  যথা সময়ে কাজের মাস্টার প্ল্যান অনলাইনে আপলোড করা ছাড়াও সৌন্দর্যায়নের লক্ষ্যে এলাকায় পার্ক তৈরি করা-সহ একাধিক সৃজনশীল কাজ করা হয়েছে বলে দাবি করেন সভাপতি কল্যাণ গায়েন।

    পঞ্চায়েত সমিতির পাশাপাশি জেলার তিনটি গ্রাম পঞ্চায়েত ও প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে। হাওড়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য জানান, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতগুলোর মধ্যে কাজের প্রতিযোগিতা আরও বৃদ্ধি করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে জেলার উন্নয়নের কাজ আরও তরান্বিত হবে।

  • Link to this news (এই সময়)