• চাষির ঘরের মেয়ে, ব্যস্ততার মাঝেও আলু চাষে নজর সাংসদ মিতালির
    এই সময় | ১০ মার্চ ২০২৫
  • কঠিন লড়াইয়ের মাধ্যমে ২০২৪-এর লোকসভা দলকে জিতিয়েছিলেন। সংসদে গিয়ে দলকে প্রতিনিধিত্বও করেন। আরামবাগের সাংসদ মিতালি বাগকে দেখা গেল এ বার অন্য ভূমিকায়। 

    চাষির ঘরের মেয়ে তিনি। চাষের খুঁটিনাটি ছোট থেকেই জানা। ছোটবেলা থেকেই বাবার হাত ধরে মাঠে যেতেন। বীজ রোপণ থেকে ফসল তোলা সবটাই তাঁর নখদর্পণে। সাংসদ হিসেবে নানা কাজে ব্যস্ততা তো রয়েছেই। রবিবারের বিকেলে সময় বার করে চলে গেলেন মাঠে। তদারকি করলেন আলু চাষের।

    মিতালি বলেন, ‘ছোট থেকেই মাঠে-ঘাটে মানুষ। এই কাজ করার আমার অভ্যাস রয়েছে। এটা আমার কাছে নতুন কিছু নয়।’ সাংসদের বাবার চার থেকে পাঁচ বিঘা জমি রয়েছে। সেই জমিতে আলু, ধান ও তিল চাষ হয়। তিনি জানান, এ বার আলুর ফলন ভালো হয়েছে। তবে আমার জমিতে আগে বসানো আলু গাছ কিছু নষ্ট হয়েছে। সেগুলোর ফলন খুব একটা ভালো হয়নি। কুয়াশার সময় গাছ অনেকটা নষ্ট হয়ে গিয়েছিল। এখনও পর্যন্ত একদিকে জমিতে আলু তোলা হয়েছে। আজকেই প্রথম আলু ভাঙা শুরু হয়েছে।

    খাতা-কলমের কাজে প্রতিটা দিনই ব্যস্ততার মধ্যে কাটে। সম্প্রতি ভোটার তালিকা স্ক্রুটিনির কাজেও দলনেত্রীর নির্দেশে। তার মাঝেও চাষের কাজে সময় বের হয় কী ভাবে? তৃণমূল সাংসদ বলেন, ‘গ্রামেই বড় হয়ে উঠেছি। চাষবাসের মধ্য দিয়ে আমি বেড়ে উঠেছি। তাই সাংসদ হয়ে আমি কখনই আমার অতীতকে ভুলে যেতে পারব না। বাবা মারা গিয়েছেন, তিনিও চাষবাস করতেন। বাবা-মার কাছ থেকেই এই কাজ শিখেছি। মাঠের সব কাজই জানি। ধান রোয়া, ধান কাটা, ঝাড়া, গাদা দেওয়া, সব কাজই জানি। আলু লাগানো, আলু কাটা থেকে তিলের কাজ সবটাই আমার জানা রয়েছে।’ আলু তোলার কাজ সেরেই একটু বিশ্রাম নিয়ে ফের বেরিয়ে পড়লেন ভোটার তালিকার স্ক্রুটিনির কাজে।

  • Link to this news (এই সময়)