• শুভেন্দুর গড়ে ফের সমবায় নির্বাচনে জয় তৃণমূলের, সবুজ আবিরে উল্লাস কর্মীদের
    এই সময় | ১০ মার্চ ২০২৫
  • ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে পূর্ব মেদিনীপুরে ভিত শক্ত করছে রাজ্যের শাসক দল। একের পর এক সমবায়ের নির্বাচনে মিলছে তারই প্রমাণ। কাঁথি, এগরার পর ফের একটি সমবায় নির্বাচনে জয় তৃণমূল কংগ্রেসের। বিজেপিকে বড় ব্যবধানে হারিয়ে জয় ছিনিয়ে নিল ঘাসফুল শিবির। 

    রবিবার কাঁথি সাংগঠনিক জেলার ভগবানপুর-১ ব্লকের মহম্মদপুর-২ গ্রাম পঞ্চায়েতের পূর্বপাড়া কৃষি উন্নয়ন সমিতির পরিচালক মণ্ডলীর নির্বাচন ছিল। ৫১টি আসনের মধ্যে ৪৪ টি তৃণমূল কংগ্রেস ও ৭টি বিজেপি পায়। বিপুল জয়ের খবর ছড়িয়ে পড়তেই সবুজ আবিরে মেতে ওঠেন তৃণমূল কর্মী সমর্থকরা। 

    সমবায়ের মোট ভোটার সংখ্যা ১২৫৬ জন। ভোট পড়েছে ১০৪৫টি। এ দিন সকাল থেকেই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চলে নির্বাচন প্রক্রিয়া। ফলাফল বের হতেই সবুজ আবির উড়িয়ে এবং কর্মীদের মাখিয়ে আনন্দে মেতে ওঠে কর্মী সমর্থকেরা।

    তৃণমূলের  জয় নিয়ে ভগবানপুর-১ ব্লক তৃণমূলের সভাপতি রবীন্দ্রচন্দ্র মণ্ডল বলেন, ‘এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জয়। বাংলায় বিজেপির উপর ভরসা কর‍তে পারছে না। তাই ২৬-এর বিধানসভা নির্বাচনের আগেই জেলার একের পর এক সমবায়ে তৃণমূল সমর্থীত পার্থীদের সমর্থন করে বুঝিয়ে দিচ্ছে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে।’

    অন্যদিকে ভগবানপুর বিধানসভার বিজেপির বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি বলেন, ‘তৃণমূল শাসকদের ক্ষমতায় থাকায়, ক্ষমতাকে কাজে লাগিয়ে সমবায় গুলিকে নিজেদের দখলে রাখার কাজ করে চলেছে। সামনে বিধানসভা নির্বাচন। মানুষ জাবাব দেবে। আমাদের প্রার্থীদের জয়যুক্ত করবে। 

  • Link to this news (এই সময়)