• বাংলাদেশি গ্রেপ্তারিতে বিএসএফের সঙ্গে যোগাযোগ করছে শিলিগুড়ি পুলিশ
    এই সময় | ১০ মার্চ ২০২৫
  • এই সময়,শিলিগুড়ি: শিলিগুড়িতে বাংলাদেশি গ্রেপ্তারির ঘটনায় সীমা সুরক্ষা বলের (বিএসএফ) সঙ্গে যোগাযোগ করছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে যে, অভিযুক্তরা প্রত্যেকেই হিলি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিল। সীমান্তে কাঁটাতারের বেড়ার তলা দিয়ে একে একে পাঁচ অভিযুক্ত এ দেশে প্রবেশ করেছিল বলে তদন্তকারীরা জানতে পেরেছেন।

    এদের মধ্যে একজন চার বছর আগে এবং বাকিরা চার মাসে আগে এই দেশে এসেছে। শিলিগুড়িতে এসে কাঠের কাজ করছিল অভিযুক্তরা। আর সব জেনেই তাদের আশ্র‍য় দিয়েছিল দুই ভারতীয়। মোটা টাকার বিনিময়ে বাড়ি ভাড়া দেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে। শিলিগুড়ি পুলিশের ডেপুটি কমিশনার বিশ্বচাঁদ ঠাকুর বলেন, ‘অভিযুক্তদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিছু তথ্য মিলেছে। সেগুলি ভেরিফাই করে দেখা হচ্ছে।’

    শনিবার বাগডোগরা থানা এলাকা থেকে পাঁচ বাংলাদেশি এবং দুই ভারতীয়কে গ্রেপ্তার করে বাগডোগরা থানার পুলিশ। এই পাঁচ জনের মধ্যে সবুজ দাস চার বছর আগে ভারতে এসেছিল। এরপর গত নভেম্বর মাস থেকে এখনও পর্যন্ত সঞ্জু দাস, রুনি দাস, সজনী দাস সঙ্গে একটি কোলের শিশু এবং পারমিতা দাস ভারতে প্রবেশ করে।

    গজেন বর্মন এবং নৃপেন সূত্রধর নামে দুই ভারতীয় এই পাঁচ জনকে আশ্রয় দিয়েছিল বলে তাদেরও গ্রেপ্তার করা হয়। মূলত বাংলাদেশে অশান্তি চলাকালীন সবুজ তার পরিবারের সদস্যদের নিয়ে এ পারে চলে এসেছে বলে তদন্তে পুলিশ জানতে পেরেছে।

  • Link to this news (এই সময়)