এই সময়: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল বৈঠকের সূচি আবারও বদল হলো। আগামী ১৫ মার্চ বিকেল ৪টেয় এই বৈঠক শুরু হবে। এই ভার্চুয়াল বৈঠক আগামী ১৬ তারিখ হবে বলে শনিবার জানানো হয়েছিল দলের তরফে।
সেই সূচি রবিবার পরিবর্তন করা হয়েছে। ১৬ মার্চ এই ভার্চুয়াল বৈঠকের দিন ঠিক হলেও ওই দিন রবিবার পড়েছে। সাধারণত ছুটির দিনে অনেক নেতার বিভিন্ন কর্মসূচি থাকে। এই কারণে ভার্চুয়াল বৈঠকের সূচিতে অদলবদল করা হয়েছে বলে দলের একাংশ মনে করছেন।
এ ছাড়া সংসদের অধিবেশনও ওই সময়ে চলবে। তাই রবিবার তৃণমূলের অনেক নেতা দিল্লি যাওয়ার জন্য বিমান ধরতে পারেন। সেই কারণেও সূচি বদল করা হতে পারে হলে তৃণমূলের কয়েকজন নেতার বক্তব্য।
ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ‘সেবাশ্রয়’ শিবিরে নিয়ে প্রবল ব্যস্ততার মধ্যে অভিষেক একাধিক বিষয় নিয়ে এই ভার্চুয়াল বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন। গত ২ জানুয়ারি ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবির শুরু হওয়ার পর প্রতিদিন শিবিরের খুঁটিনাটি মনিটর করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
এই ক্যাম্প থেকে যাঁদের উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়, তাঁদেরও চিকিৎসার বিষয়ে খোঁজখবর রাখেন ডায়মন্ড হারবারের সাংসদ। ‘সেবাশ্রয়’ শিবিরের শেষ পর্বে এখন মহেশতলা বিধানসভা কেন্দ্রের ৪৫টি জায়গায় ক্যাম্প চলছে। গত ২ জানুয়ারি থেকে এই রবিবার পর্যন্ত ৯ লক্ষ ৩০ হাজারের বেশি মানুষ ‘সেবাশ্রয়’ শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করেছেন।
অভিষেক রবিবার এক্স হ্যান্ডলে বলেছেন, ‘গত ৬৬ দিনে শয়ে শয়ে ক্যাম্প হয়েছে। লক্ষ লক্ষ মানুষ এসেছেন। আমরা শেষ পর্বে পৌঁছে গেলেও প্রথম দিন আমাদের যে দায়বদ্ধতা ছিল, এখনও সেই দায়বদ্ধতা বজায় রয়েছে।’
বজবজ বিধানসভা কেন্দ্রে ‘সেবাশ্রয়’ শিবির শেষ হয়ে গেলেও এই এলাকার সাতজন প্রবীণ নাগরিকের ছানি অপারেশনের ব্যবস্থা করেছেন অভিষেক। একটি বেসরকারি চক্ষু চিকিৎসালয়ে নিখরচায় এই ছানি অপারেশন হয়েছে।