• ‘নিষিদ্ধ সংগঠন PFIকে সমর্থন করে তৃণমূল, ওদের বিধায়ক তো…’
    হিন্দুস্তান টাইমস | ১০ মার্চ ২০২৫
  • তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগ রয়েছে নিষিদ্ধ সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া বা PFIএর। এমনই বিস্ফোরক দাবি তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকী তৃণমূল বিধায়ক পিএফআইয়ের কর্মসূচিতে যোগদান করেছেন বলেও দাবি করেন তিনি।

    দেশবিরোধী কাজের জন্য পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়াকে ২০২২ সালে নিষিদ্ধ ঘোষণা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তাদের বিরুদ্ধে আল কায়দা, তালিবানের মতো জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ রয়েছে। দেশের একাধিক জায়গায়, হিংসা ও ব্যক্তিহত্যার অভিযোগ রয়েছে PFI এর বিরুদ্ধে। সেই নিষিদ্ধ সংগঠনের সঙ্গেই তৃণমূলের যোগ রয়েছে বলে দাবি করলেন শুভেন্দু অধিকারী।

    রবিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পঠনপাঠনের পরিবেশ ফেরানোর দাবিতে বিজেপির মিছিল শেষে সংবাদমাধ্যমকে শুভেন্দুবাবু বলেন, ‘PFIকে তৃণমূল সাপোর্ট করে। ফরাক্কার বিধায়ক মনিরুল তো পিএফআইয়ের প্যারেডে ছিল। আমার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। মুসলিম ইউথ অর্গানাইজেশন থেকে লিফলেট বার করেছে। আমি সচ্চা হিন্দু। ভারতমাতার সন্তান। এসব করে লাভ হবে না।’

    বলে রাখি, মুর্শিদাবাদ জেলার একাধিক জায়গায় নিষিদ্ধ সংগঠন PFIএর প্রভাব রয়েছে বলে জানা গিয়েছে। সেখানে সাংগঠনিক কাজ চালাচ্ছে তারা। এমনকী দফতরও রয়েছে এই সংগঠনের। বিজেপির দাবি, তৃণমূলের মদতেই রাজ্যে ছড়াচ্ছে PFIএর জাল। তাই সব জেনেও চুপ পুলিশ।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)