চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পরই রোহিত শর্মার দলকে অভিনন্দ বার্তা জানাতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই পোস্টের নীচেই একের পর এক এক্স ব্যবহারকারী সৌগত রায়কে নিয়ে 'খোঁচা' দিয়ে গেলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমোকে। উল্লেখ্য, এর আগে সৌগত রায় দাবি করেছিলেন, রোহিত শর্মার এই দলে থাকার যোগ্যতা নেই। সেই রোহিত শর্মাই আবার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন চ্যাম্পিন্স ট্রফির ফাইনালে। এই আবহে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিনন্দন বার্তার পোস্টে সৌগত রায়কে নিয়ে অনেকেই কমেন্ট করেছেন।
মমতার পোস্টের নীচে স্বামী বেল্লম নামক এক এক্স ব্যবহারকারী লেখেন, 'কিন্তু ম্যাডাম, আপনার দল তো প্রতিযোগিতা থেকে বাদ হয়ে গিয়েছে।' অতিস্বন গোয়েল আবার লেখেন, 'আপনার দলের নেতা তো চেয়েছিলেন যে রোহিত ভারতীয় দল থেকেই বাদ পড়ে যাক।' এদিকে লালা নামক একজন সৌগত রায়ের ছবি সহ রোহিতকে নিয়ে করা মন্তব্য পোস্ট করে লেখেন, 'আর ভুয়ো হবেন না মমতাদি'। এদিকে অরিজিত দাস লেখেন, 'আপনার মতে তো চ্যাম্পিয়ন্স ট্রফি দলের সবাই বহিরাগত, তাহলে আপনার দল কীভাবে জিতল?' এরপরে লক্ষ্ম ত্রিবেদী কমেন্ট করেন, 'সৌগত দাদুকে একটু বকা দেবেন সময় মতো।' শান্তনু সেনগুপ্ত আবার লেখেন, 'এটা বাংলার অপমান দিদি। একটাও বাঙালি নেই দলে, তাও চ্যাম্পিয়ন! ওই হোদল কুতকুট আর তার ছেলের চক্রান্ত।' এদিতে কাকড় সিং নামে একজন লেখেন, 'আপনার সাংসদ সৌগত রায়কে বলবেন, রোহিত শর্মা চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে সবচেয়ে বেশি রান করেছেন।' গৌরব আবার একটি মিম পোস্ট করেন, যেখানে দেখা যাচ্ছে রোহিত শর্মা শামা মহম্মদের পিছনে ভাগছেন।
উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের আগে ভারতীয় ক্রিকেট দল নিয়ে নিজের মতামত ব্যক্ত করে বিতর্কে জড়িয়েছিলেন দমদমের তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়। বর্ষীয়ান সাংসদ সেই সময় বলেছিলেন, রোহিত শর্মার দলেই থাকা উচিত না। এহেন সৌগত রায় আবার ফাইনালের পরে রোহিত শর্মার প্রশংসা করেও তাঁর অবসরের দাবি জানালেন। প্রসঙ্গত, সম্প্রতি কংগ্রেস নেত্রী শামা মহম্মদ রোহিত শর্মাকে 'মোটা' বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। এই নিয়ে কংগ্রেস এবং বিজেপির মধ্যে জোর রাজনৈতিক তরজা শুরু হয়েছিল। এই আবহে বিজেপি বিরোধিতা করতে গিয়ে ভারতীয় দলের অধিনায়ককে নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন তৃণমূল সাংসদ। তবে যে রোহিত শর্মার সমালোচনা করা হয়েছিল, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে সেই রোহিতই ম্যান অফ দ্য ম্যাচ। এই আবহে রোহিতের প্রশংসা না করে পারেননি সৌগত। তা সত্ত্বেও তিনি দাবি করলেন, রোহিতের অবসর নেওয়া উচিত।
এর আগে বার্তাসংস্থাকে সাক্ষাৎকার দেওয়ার সময় সৌগত বলেছিলেন, 'আমি শুনেছি সাম্প্রতিককালে রোহিত শর্মার ফর্ম খুব খারাপ। তিনি একটি সেঞ্চুরি করেছেন। তাছাড়া তিনি ২, ৩, ৪, ৫ রানেই আউট হয়ে যান। তাঁর দলে থাকার যোগ্যতা নেই। ভারত জিতছে কারণ অন্যান্য খেলোয়াড়রা ভালো খেলছেন, অধিনায়কের কোনও অবদান নেই। শামা মহম্মদ যা বলেছেন তা সত্যি।' তবে এই মন্তব্যে ঢোক গিলতে হয়েছে সৌগতকেই। আর সেই মন্তব্যকে হাতিয়ার করেই নেটিজেনরা খোঁচা মারলেন মমতাকে।