• কল্যাণ ও রাজীবের পুনর্মিলন
    দৈনিক স্টেটসম্যান | ১০ মার্চ ২০২৫
  • সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। রবিবার সকালে কল্যাণের শ্রীরামপুরের বাড়িতে গিয়েছিলেন রাজীব। এদিন ‘বড় দাদা’র কাছে ভুল স্বীকার করে ক্ষমাও চেয়েছেন ডোমজুড়ের প্রাক্তন বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়।

    ২০২৬ সালে রাজ্যে বিধানসভা নির্বাচনে বিজেপিকে হারাতে সর্বশক্তি দিয়ে মাঠে নামতে চাইছে তৃণমূল কংগ্রেস। এই পরিস্থিতিতে দলের দুই গুরুত্বপূর্ণ নেতাকে ফের একসঙ্গে দেখে উচ্ছ্বসিত কর্মী সমর্থকরা। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি হাতে নিয়ে দল ছেড়েছিলেন তৎকালীন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। সেই সময় বহু শাসকদলের নেতাদের মতো তিনিও যোগদান করেছিলেন গেরুয়া শিবিরে। পরে তিনি ফের তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। রাজীবের দলে ফেরা নিয়ে এর আগে অনেকবার সরব হয়েছেন কল্যাণ। তিনি যে অসন্তুষ্ট তা প্রকাশ্যেই বুঝিয়ে দিয়েছিলেন। এই আবহে নির্বাচনের আগে তাঁদের ফের একসঙ্গে দেখা গেল। দলীয় সূত্রে জানা গিয়েছে, রাজীব বন্দ্যোপাধ্যায় কল্যাণকে বলেছেন, দল ছাড়ার সময়ে তাঁর কোনও মন্তব্যে কল্যাণের খারাপ লেগে থাকলে তিনি যেন সেগুলো ভুলে যান। অপরদিকে কেন কল্যাণ এতদিন তাঁর উপর রাগ করে ছিলেন তা রাজীবকে জানিয়েছেন সাংসদ।

    এ দিন সকালে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বলেছেন, ‘রাজীব আজকে আমার সঙ্গে দেখা করতে এসেছিল। বলল দাদা ভুল টুল হয়েছে। ক্ষমা-টমা কর। ২০২৬ এ নির্বাচন আসছে, তাই সবাইকে নিয়ে চলতে হবে। সবাইকে নিয়েই কাজ করতে হবে। দল কাকে কী দায়িত্ব দেবে সেটা পরের ব্যাপার। আমার সঙ্গে ওঁর ব্যক্তিগত কোনও সমস্যা ছিল না। তৃণমূল থেকে চলে যাওয়ায় কষ্ট হয়েছিল। এটা আমার একটা অভিমানের জায়গা ছিল।’

    কল্যাণ আরও জানান, ২০২১ এর নির্বাচনের ঠিক আগে রাজীব বিজেপিতে যোগদান করায় অসুবিধা হয়েছিল। তিনি নিজে পরিশ্রম করে ফের দলের জায়গাটা ফিরিয়ে এনেছিলেন। কিন্তু এখন দলত্যাগীরা ফের দলে ফিরে আসছেন। দিদি তাঁদের স্বাগত জানাচ্ছেন। এ বিষয়ে তাঁর কিছুই বলার নেই। এ দিন রাজীবকে ‘ছোট ভাই’ হিসেবে সম্বোধন করেছেন কল্যাণ।

    অন্যদিকে রাজীব জানিয়েছেন, দাদার অভিমান হয়েছিল। দাদা ভাইয়ের সম্পর্কে রাগ, ভালোবাসা, অভিমান ইত্যাদি থাকাটা স্বাভাবিক। আগামী দিনে কল্যাণের সঙ্গে তাঁর সম্পর্ক অটুট থাকবে বলে আশাবাদী রাজীব। রবিবার প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যােপাধ্যায়ের সঙ্গে কল্যাণের বাড়িতে গিয়েছিলেন উত্তরপাড়ার প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষাল। তিনিও একুশের নির্বাচনের আগে বিজেপিতে যোগদান করেছিলেন। পরে তিনিও তৃণমূলে ফিরে এসেছেন। এবার ২০২৬-এর নির্বাচনে তাঁরা একসঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষে লড়াই করবেন।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)