• ফের বদলে গেল অভিষেকের দলীয় বৈঠকের দিনক্ষণ
    দৈনিক স্টেটসম্যান | ১০ মার্চ ২০২৫
  • আবার বদলে গেল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলীয় বৈঠকের দিনক্ষণ। ১৬ মার্চ নয়, ১৫ মার্চই হবে ওই বৈঠক। প্রথমে কথা ছিল, আগামী ১৫ মার্চ তৃণমূলের জেলা সভাপতি এবং চেয়ারম্যানদের নিয়ে বৈঠকে বসবেন অভিষেক। ভোটার তালিকা যাচাইয়ের কাজে জেলায় তৈরি কোর কমিটি স্থগিত হয়ে যাওয়ার পর অভিষেকের বৈঠকের দিনক্ষণও বদলে যায় শনিবার।

    দলীয় সূত্র মারফত জানানো হয়, ১৫ মার্চ শনিবারের পরিবর্তে অভিষেক ভার্চুয়াল বৈঠকে বসবেন ১৬ মার্চ রবিবার। এবার ফের সেই সময়সূচিতে আনা হয় পরিবর্তন। রবিবার দলীয় সূত্র মারফত জানানো হল, ১৫ মার্চ বিকেল ৪টে থেকে হবে অভিষেকের ভার্চুয়াল বৈঠক। তবে কেন বারংবার সময়সূচির পরিবর্তন, দলের তরফে আনুষ্ঠানিক ভাবে এর কারণ জানা যায়নি। প্রসঙ্গত, ভোটার তালিকা যাচাইয়ের কাজে দলনেত্রী মমতা বন্দোপাধ্যায়ের গঠিত রাজ্য স্তরের কমিটির সদস্য হলেও বৃহস্পতিবারের বৈঠকে বিশেষ কিছু কারণবশত গরহাজির ছিলেন অভিষেক। বৈঠক শেষে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীই জানিয়েছিলেন, অভিষেকের বৈঠকের দিনক্ষণ।

    এই ভার্চুয়াল বৈঠকে আলোচিত হতে পারে ‘ভুতুড়ে ভোটার’ প্রসঙ্গ। পাশাপাশি বৈঠকে গুরুত্ব পাবে ২০২৬-এর বিধানসভা নির্বাচন প্রসঙ্গটিও। ব্লক, বুথ স্তর পর্যন্ত নেমে কীভাবে জনসংযোগ বৃদ্ধি করা যায়, দলীয় নেতাকর্মীদের সেই পরামর্শও দেবেন অভিষেক। নেতাজি ইন্ডোরের মঞ্চ থেকে তিনি বলেছিলেন, ‘লোকসভা ভোটের পর তিন মাস আমি ঘুমোতে পারিনি। মানুষ আমাকে এত ভালবাসা দিয়েছেন, তার প্রতিদান তো দিতে হবে। তারপর আমি ডায়মন্ড হারবারে সেবাশ্রয় কর্মসূচি নিয়ে গিয়েছি। নেতাদের বলব, ক্ষমতা কুক্ষিগত করে রাখলে হবে না। জনমুখী কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।’ উল্লেখ্য, অভিষেকের বিনামূল্যের স্বাস্থ্যশিবির সেবাশ্রয় মাইলফলক গড়েছে স্বাস্থ্যখাতে। অগণিত মানুষের ছানির সফল অস্ত্রোপচার, ক্যান্সার চিকিৎসা, বিরল রোগের চিকিৎসা সম্ভব হয়েছে এই সেবাশ্রয়েই।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)