• রাজ্যে ৩ সমবায় সমিতির ভোটে তৃণমূলের জয়জয়কার
    প্রতিদিন | ১০ মার্চ ২০২৫
  • রঞ্জন মহাপাত্র, কাঁথি: ফের সমবায় নির্বাচনে বিজেপিকে হারিয়ে জয়ী তৃণমূল কংগ্রেস। পূর্ব মেদিনীপুরের ভগবানপুর ১ ব্লকের মহম্মদপুর পূর্বপাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি, পশ্চিম মেদিনীপুরের ডেবরার হরিনারায়ণপুরে জয়ী শাসক শিবির। টানা ৪০ বছর পর এককভাবে জয়নগরের বহড়ু সমবায় সমিতিতে জয়ী তৃণমূল। সবুজ আবির মেখে জয়ের আনন্দে শামিল দলীয় কর্মী-সমর্থকরা।

    পূর্ব মেদিনীপুরের ভগবানপুর ১ ব্লকের মহম্মদপুর পূর্ব পাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের ৫১টি আসনে প্রতিনিধি নির্বাচন ছিল রবিবার। তৃণমূল কংগ্রেস ৪৪টি আসন এবং বিজেপি ৭টি আসনে জয়লাভ করে। মোট ভোটার ছিল ১ হাজার ২৭৬ জন। বিজয়ী প্রার্থী এবং ভোটারদের শুভেচ্ছা জানান ভগবানপুর ১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীনচন্দ্র মণ্ডল, ভগবানপুর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর পন্ডা। ভগবানপুর ১ ব্লক তৃণমূলের সভাপতি রবীনচন্দ্র মণ্ডল বলেন, “মানুষ তৃণমূলের উন্নয়নের সঙ্গে আছেন, তাই বারবার বিজেপিকে পরাস্ত করে জয়ী হচ্ছে।” কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মণ্ডল বলেন, “জোর করে ভয় দেখিয়ে যারা সমবায় ভোট পরিচালনা করে, তাদের আর যাই হোক রাজনীতিতে থাকাটা উচিত নয়।”

    এদিকে, ডেবরার হরিনারায়ণপুরে সমবায় ভোটেও জয়ী তৃণমূল। ওই সমবায় সমিতিতে মোট আসন ৪১টি। তার মধ্যে ২১টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় ঘাসফুল শিবির। রবিবার বাকি আসনগুলিতে ছিল ভোটাভুটি। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের বহড়ু সমবায় ভোটে বিপুল জয় শাসক শিবিরের। ৪৯ আসনেই জয়ী তৃণমূল। ৪০ বছর পর এককভাবে ক্ষমতায় শাসক শিবিরের। উল্লেখ্য, আগামী বছরই রাজ্যে বিধানসভা ভোট। তার আগে একের পর এক সমবায় দখলে স্বাভাবিকভাবেই যেন নতুন করে অক্সিজেন পাচ্ছেন তৃণমূল কর্মী-সমর্থকরা। তবে ওয়াকিবহাল মহলের মতে, বিজেপির সংগঠন যে এখনও বেশ নড়বড়ে তা সমবায় ভোটের ফলাফলে প্রায় স্পষ্ট।
  • Link to this news (প্রতিদিন)