বঙ্গে তাপমাত্রার পারদ ছুঁতে পারে ৩৮ ডিগ্রি! দোলে আবহাওয়ার চোখরাঙানি
প্রতিদিন | ১০ মার্চ ২০২৫
নিরুফা খাতুন: আগামী শুক্রবার দোল। রঙের উৎসবে মাতবে বাংলা-সহ গোটা দেশ। কিন্তু তারই মাঝে চোখরাঙাচ্ছে আবহাওয়া। কলকাতায় তাপমাত্রার পারদ ছুঁতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ঘর। আবার পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ৩৮ ডিগ্রি হতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। সমুদ্রে জলোচ্ছ্বাসের সম্ভাবনাও রয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাসও দিয়েছেন আবহাওয়াবিদরা।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর-পূর্ব বাংলাদেশে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায়। সবমিলিয়ে
দোলে কলকাতায় ৩৫-৩৬ ডিগ্রি সেলসিয়াসে চড়তে পারে তাপমাত্রার পারদ। জেলায় জেলায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি পেরিয়ে যেতে পারে। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। মূলত শুষ্ক আবহাওয়া। আকাশ পরিষ্কার থাকবে। খুব সকালে এবং সন্ধ্যায় হালকা মনোরম আবহাওয়া। দিনের বেলায় উষ্ণতা বাড়বে। রাতে সামান্য অস্বস্তিকর আবহাওয়া হতে পারে। তবে ধীরে ধীরে বাড়তে থাকবে তাপমাত্রা। মঙ্গলবার থেকে পারদ ঊর্ধ্বমুখী হবে। আগামী চার-পাঁচ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। বলে রাখা ভালো, সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.৬ ডিগ্রি সেলসিয়াস। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৫-৯৪ শতাংশ।
উত্তরবঙ্গে সোমবার মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তবে মঙ্গলবার থেকে ফের আরেক দফায় বৃষ্টি শুরু হতে পারে। উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। বুধ ও বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শুক্রবারও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। আগামী পাঁচ দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ২-৪ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। এদিকে, সমুদ্রে জলোচ্ছ্বাসের আশঙ্কাও রয়েছে। মঙ্গলবার দুপুর দুটোর পর থেকে রাত ১২টা পর্যন্ত দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলবর্তী সমুদ্রে জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে।