• সহ উপাচার্যের সঙ্গে আন্দোলনকারীদের বৈঠক, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কাটবে অচলাবস্থা?
    প্রতিদিন | ১০ মার্চ ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা কি কাটতে চলেছে? আজ সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আন্দোলনরত পড়ুয়াদের বৈঠক। বেলা সাড়ে ১১টা থেকে ওই বৈঠক শুরু হবে বলে খবর। অচলাবস্থা কাটাতে সবপক্ষই উদ্যোগী। এমনই মনে করছে ওয়াকিবহাল মহল। গতকাল রবিবার হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্ত। তিনি এদিন বৈঠকে উপস্থিত থাকবেন না। সেই কথা জানা গিয়েছে।

    শনিবার ১ মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবকুপার সভা ঘিরে শুরু হয়েছিল অশান্তি। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ক্যাম্পাসের মধ্যে হেনস্তার শিকার হন। তাঁর গাড়ির কাচ ভাঙা হয়। এদিকে তাঁর গাড়ির নিচে পড়ে জখম হন এক ছাত্র। এমনই অভিযোগ তুলে আন্দোলন শুরু করে এসএফআই ও অতি বাম ছাত্র সংগঠনগুলি। জখম ছাত্রকে হাসপাতালে দেখতে গিয়ে হেনস্তার শিকার হন ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্ত। তাঁর পাঞ্জাবি ছিঁড়ে দেওয়া হয়। পরবর্তীকালে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন।

    এদিকে যাদবপুরের বাম ছাত্র সংগঠনের তরফ থেকে সময় বেঁধে দেওয়া হয়। আজ সোমবার বেলা ১টার মধ্যে কর্তৃপক্ষকে আলোচনায় বসতে হবে। দাবি মানা না হলে বিশ্ববিদ্যালয়ে আরও অচলাবস্থা তৈরির হুমকি দেওয়া হয়। এই অবস্থায় বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠন কীভাবে হবে? সেই প্রশ্ন উঠেছিল। শেষপর্যন্ত কর্তৃপক্ষ জানায়, সোমবার বেলা ১১টার পর এই বৈঠক হবে। বৈঠকে প্রত্যেক ছাত্র সংগঠনের দু’জন করে প্রতিনিধি উপস্থিত থাকবেন। বৈঠকে থাকবেন সহ-উপাচার্য ও বিভিন্ন বিভাগের ডিনরা।

    এদিকে আন্দোলনকারীরাও কি কিছুটা সুর নরম করেছেন? ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্তকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন ছাত্ররা। তাঁর দ্রুত সুস্থতাও কামনা করেছেন তাঁরা। অপরদিকে পুলিশও ছাত্র জখমের ঘটনার তদন্ত শুরু করেছে বলে খবর। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির চালকের বয়ান নেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রীর গাড়িরও ফরেন্সিক পরীক্ষা হবে। এই কথা এদিন জানা গিয়েছে।
  • Link to this news (প্রতিদিন)