• অনলাইনে হোটেল বুকিংয়েও প্রতারণা! গ্রীষ্মের ছুটির আগে সতর্কবার্তা কলকাতা পুলিশের
    প্রতিদিন | ১০ মার্চ ২০২৫
  • অর্ণব আইচ: গরমের ছুটিতে ছুটবে বাঙালি। তাই শুরু হয়েছে হোটেল বুকিং। কিন্তু বাঙালির বেড়ানোর অভ‌্যাসও যে এখন সাইবার জালিয়াতদের নজরে। গোয়েন্দা পুলিশের মতে, হোটেল বুকিং করতে গিয়েই সাইবার জালিয়াতদের কবলে পড়তে পারেন কলকাতা-সহ রাজ্যের বাসিন্দারা। উল্লেখ‌্য, এর আগেও কলকাতা ও বিভিন্ন জেলার বহু বাসিন্দা বেড়ানোর জন‌্য অনলাইনে হোটেল বুকিং করতে গিয়ে টাকা খুইয়েছেন। তাই এখন থেকেই পুলিশের পক্ষে থেকে পুরো রাজ্যের ভ্রমণপিপাসুদের সতর্ক করা হচ্ছে।

    ইতিমধ্যেই কলকাতা পুলিশ সোশ‌াল মিডিয়ায় এই ব‌্যাপারে সতর্কবার্তা দিয়েছে। পুলিশের সূত্র জানিয়েছে, গরমের ছুটি পড়তেই কেউ ছুটবেন কালিম্পং, দার্জিলিং, ডুয়ার্স। আবার কেউ বা গরমের তোয়াক্কা না করে যাবেন পুরী বা অন‌্য কোনও সমুদ্র সৈকতে। এখন বেশিরভাগ ক্ষেত্রেই রাজ‌্যবাসীর পছন্দ অনলাইনে বুকিং। রেল বা বাসের টিকিট অথবা হোটেলের বুকিং, বাড়িতে বসে অনলাইনেই সারতে চান বহু মানুষ। আর সেখানেই ফাঁদ পাতছে সাইবার জালিয়াতরা।

    অনেকেই হোটেল বুকিং করার সময় সার্চ ইঞ্জিনে হোটেলের ঠিকানা খোঁজেন। কোনও হোটেলের সন্ধান পেলে তার ওয়েবসাইটে গিয়ে যোগাযোগ করেন অনেকেই। সেক্ষেত্রে কয়েকটি ফোন নম্বরও দেওয়া থাকে। ফোন করলেই ওই বিশেষ হোটেলের কর্মী বলে পরিচয় দিয়ে কথা বলতে শুরু করে কোনও ব‌্যক্তি। সে জানায়, হোটেলের ঘরের খুবই চাহিদা। তাই বুকিংয়ের জন‌্য বেশিরভাগ টাকাই আগাম দিতে হবে। অনেকেই বিশেষ কোনও ব‌্যাঙ্ক অ‌্যাকাউন্টে সেই টাকা দিয়ে দেন। এরপর সেই টাকা উধাও হয়ে যায়। আবার জালিয়াতরা কিউআর কোডও পাঠায়। তা স্ক‌্যান করলেই বুকিং হয়ে যাবে বলা হয়। কিন্তু স্ক‌্যান করামাত্রই গ্রাহকের ব‌্যাঙ্ক অ‌্যাকাউন্ট থেকে টাকা উধাও করতে শুরু করে সাইবার জালিয়াতরা।

    একইভাবে কখনও একটি লিংকে ক্লিক করতে বলা হয়। ক্লিক করলেই অ‌্যাকাউন্ট থেকে হস্তগত করা হয় পুরো টাকা। এমনও দেখা গিয়েছে যে, চোখের সামনে বেশ কয়েক দফায় টাকা তুলে নেওয়া হচ্ছে। কিন্তু তা থামানোর কোনও উপায় নেই। শেষ পর্যন্ত দেখা যায়, ওই হোটেলের ওয়েবসাইটই জাল। এর আগে একাধিকবার দেখা গিয়েছিল যে, ওড়িশা-সহ বিভিন্ন রাজ্যের হোটেলে বুক করতে গিয়ে ফাঁদে পড়েছেন এই রাজ্যের বাসিন্দারা। এবার হোটেল বুকিং শুরুর আগেই পুলিশের পক্ষ থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে সোশ‌াল মিডিয়ায়।

    পুলিশ জানিয়েছে, কোনও হোটেল বুক করতে গেলে সার্চ ইঞ্জিনের সাহায‌্য না নিতে। কারণ, নামী হোটেলের ভুয়ো ওয়েবসাইট তৈরি করে টাকা হাতানো হচ্ছে। তাই সরাসরি হোটেলের অফিসিয়াল ওয়েবসাইটের খোঁজ করতে। এরপর জানার চেষ্টা করতে হবে, ওই ওয়েবসাইট আসল কিনা। ওয়েবসাইটে রিভিউ দেখতে হবে। যাঁরা বেড়াতে গিয়ে হোটেলে ছিলেন, তাঁদের মন্তব‌্যগুলি দেখতে হবে। বেশি পরিমাণ টাকা আগাম না দেওয়া উচিত। এমনকী, হোটেল চাইলেও না। ওই বিশেষ হোটেলের নম্বর সংগ্রহ করে ফোন করে জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। যদি কোনও সন্দেহ হয়, তখন ১৯৩০ নম্বরে ডায়াল করলে ব‌্যবস্থা নেওয়া হবে।
  • Link to this news (প্রতিদিন)