কলকাতা মেট্রোর গ্রিন লাইনের দুই রুট জুড়ে যাওয়া এখন সময়ের অপেক্ষা। সেই কাজের কারণেই কলকাতা মেট্রোর গ্রিন লাইনে শনি ও রবিবার বন্ধ রাখা হয় পরিষেবা। ওই দু'দিন নতুন বসানো সিগন্যালিং ঠিক মতো কাজ করছে কি না, তা খতিয়ে দেখা হয়। এখন কমিশনার অফ রেলওয়ে সেফটির (সিআরএস) তরফে অনুমোদনের জন্য যা খুব জরুরি। তাই নিত্যযাত্রীদের অসুবিধা এড়াতে শনি-রবি উইকেন্ডে পরিষেবা বন্ধ রেখে লাইন পরীক্ষার প্রক্রিয়া চালিয়েছে মেট্রো।
খতিয়ে দেখার প্রক্রিয়া শেষ হওয়ার পরে সোমবার, ১০ মার্চ সকাল থেকেই স্বাভাবিক গ্রিন লাইনের মেট্রো পরিষেবা।
হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এবং শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর-ফাইভ, এই দুই রুটেই সোমবার সকাল আটটা থেকে স্বাভাবিক পরিষেবা। অন্যান্য দিনের মতোই নির্দিষ্ট ব্যবধানে চলছে মেট্রো। এ দিন সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহর দিকে প্রথম মেট্রো রওনা হয় সকাল ৭.০৫-এর বদলে সকাল ৮.০৫-এ। শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ-এর উদ্দেশে প্রথম মেট্রো ছাড়ে ৬.৫৫-এর বদলে সকাল ৮ বেজে ১৫ মিনিটে। অন্যদিকে, এসপ্ল্যানেড-হাওড়া ময়দান রুটে দুই প্রান্তিক স্টেশন থেকেই প্রথম মেট্রো ছাড়ে সকাল আটটায়।
মেট্রো সূত্রে খবর, হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এবং শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর-ফাইভ, দুই রুটেই অন্যান্য দিনের মতো একই টাইমে ছাড়বে শেষ মেট্রো। শিয়ালদহ থেকে সেক্টর ৫ যাওয়ার শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৩৫ মিনিটে, আর সল্টলেক সেক্টর ফাইভ থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪০ মিনিটে। অন্যদিকে, হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডের দিকে শেষ মেট্রো মিলবে রাত ৯টা ৪৫ মিনিটে।
ফেব্রুয়ারিতে দু’দফায় মোট আট দিন পরিষেবা পুরোপুরি বন্ধ রেখে ইস্ট–ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর–ফাইভ পর্যন্ত ১৬.৬ কিলোমিটার ট্র্যাকে বসানো হয় কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল (সিবিটিসি)। গত শনি-রবি সেই সিস্টেম খতিয়ে দেখার সঙ্গে সঙ্গে শিয়ালদহ ও এসপ্ল্যানেড করিডরের ২.৬ কিলোমিটার সংযোগকারী সুড়ঙ্গে মেট্রোর রেক চললে কোনও সমস্যা হবে কি না, তাও পরীক্ষা করে দেখার কাজ হবে বলে জানিয়েছিল মেট্রো। সব ঠিকঠাক থাকলে কবে শুরু হবে হাওড়া টু সল্টলেক সেক্টর ফাইভ রুটে মেট্রো চলাচল।