চড়া গরমেই দোল খেলবে দক্ষিণবঙ্গ। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকবে বলেই মনে করছে হাওয়া অফিস। উত্তর-পশ্চিম ভারতে নতুন করে ঝঞ্ঝা তৈরি হওয়ায় ঠান্ডা হাওয়া ঢোকার পথ ফের বন্ধ। তাই যে টুকু ঠান্ডার আমেজ ভোরের দিকে থাকছে, বেলা বাড়লেই তা উধাও হয়ে যাবে। কলকাতায় ৩৫ হলেও, জেলায় তাপমাত্রা আরও চড়বে।
গত কয়েক দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নিয়মিত বেড়েছে। সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৬ ডিগ্রি সেলসিয়াস। সপ্তাহের বাকি দিনগুলো এই ধারাই বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
হাওয়া অফিস জানাচ্ছে, দোলে কলকাতায় ৩৫-৩৬ ডিগ্রি সেলসিয়াসে পারদ চড়ার সম্ভাবনা থাকলেও জেলায় জেলায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি পেরিয়ে যেতে পারে। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। তবে বিকালের পর আবহাওয়া মনোরম হবে।
অন্য দিকে সমুদ্রে জলোচ্ছ্বাসের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী সাগরে মঙ্গলবার দুপুরের পর থেকে রাতের মধ্যে এই জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর। দুপুর ২টোর পর থেকে রাত ১২টার মধ্যে জলোচ্ছ্বাসের প্রবল সম্ভাবনা রয়েছে।
তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। বুধবার ও বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবারও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে।