বিরোধী দলের বিধায়কদের হট্টগোলকে কেন্দ্র করে সোমবার তুলকালাম কাণ্ড রাজ্য বিধানসভায়। সাসপেন্ড করা হলো BJP বিধায়ক দীপক বর্মনকে। একই সঙ্গে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মার্শাল দিয়ে বের করা হলো BJP-র অন্য দুই বিধায়ক শঙ্কর ঘোষ এবং মনোজ ওঁরাওকে।
জানা গিয়েছে, বিধানসভা অধিবেশন চলাকালীন BJP বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় প্রশ্ন করেছিলেন, ‘কেন পাবলিক সার্ভিস কমিশনকে কাজের সুযোগ দেওয়া হচ্ছে না?’ অধ্যক্ষ তাঁকে নিজের এক্তিয়ার স্মরণ করিয়ে দেন। বিধায়কের মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ তুলে স্লোগানিং শুরু করেন শঙ্কর ঘোষ, মণোজ ওঁরাওরা। তাঁদের বার বার চুপ করতে বলেন অধ্যক্ষ, কিন্তু স্লোগান দেওয়া থামেনি। এর পরই কড়া পদক্ষেপ গ্রহণ করেন বিমান বন্দ্যোপাধ্যায়।
আগামী ১৮ তারিখ পর্যন্ত আগে থেকেই সাসপেন্ড হয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। ফলে উত্তপ্ত বিধানসভায় এ দিন প্রবেশের সুযোগ পাননি বিধানসভার বিরোধী দলনেতা। তিনি পরিষদীয় দলের বৈঠকে যোগ দিতে এসে অসন্তোষ প্রকাশ করেন। জানান, গুণ্ডামি করছে তৃণমূল।
পাল্টা তৃণমূল বিধায়কদের বক্তব্য, বিধানসভা অধিবেশনের প্রক্রিয়া বন্ধ করার চেষ্টা BJP-র। ফলে অধ্যক্ষ যে পদক্ষেপ নিয়েছেন তা যথাযথ।
বিস্তারিত আসছে...