এই সময়, শিলিগুড়ি: ২০১৭ সালে পাহাড়ে পুলিশের সাব ইনস্পেক্টর অমিতাভ মালিক খুনের ঘটনায় গ্রেপ্তার হলেন পাহাড়ের দাপুটে নেতা প্রকাশ গুরুং। শনিবার রাতে তাঁকে রিম্বিক থেকে গ্রেপ্তার করে বিজনবাড়ি-পুলবাজার থানার পুলিশ। একদা গোর্খা জনমুক্তি মোর্চার যুব সংগঠনের এই নেতা ২০১৭ সালে পাহাড়ে রাজ্য সরকার বিরোধী আন্দোলনে বিশেষ ভূমিকা পালন করেছিলেন বলে অভিযোগ।
২০১৭ সালের অক্টোবরে গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুংয়ের নেতৃত্বে কর্মীরা ছোট রঙ্গিত নদীর কাছে পুলিশের সঙ্গে সংঘর্ষেও জড়িয়ে পড়েন বলে অভিযোগ। দু'পক্ষের লড়াইয়ে অমিতাভ মালিক নিহত হন। ওই ঘটনায় পুলিশ বিমল গুরুং, প্রকাশ গুরুং–সহ ২৯ জন মোর্চা নেতাকে অভিযুক্ত করে মামলা দায়ের করে।
২০১৮ সালের ২৭ জানুয়ারি প্রকাশ গুরুংয়ের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়। ওই দিনই পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে। ইতিমধ্যেই ১৯ জন এই মামলায় গ্রেপ্তার হন। তার মধ্যে অনেকে জামিনে মুক্তিও পান। মোর্চা নেতা বিমল গুরুং জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ থেকে আগাম জামিন পান। তবে প্রকাশ গুরুংকে এতদিন পুলিশ পাকড়াও করতে পারেনি।
সম্প্রতি প্রকাশ গুরুং মোর্চা ছেড়ে অজয় এডওয়ার্ডসের পার্টি ভারতীয় গোর্খা জনশক্তি ফ্রন্টে যোগ দেন। দার্জিলিংয়ে গতিবিধি বেড়ে যায়। এর পরেই পুলিশ শনিবার রাতে অভিযান চালায়। তাঁকে ভারতীয় দন্ডবিধির ৩৫৩, ১২০ (বি), ৩০৭, ৩০২ এবং বেআইনি আগ্নেয়াস্ত্র মামলা এবং বিস্ফোরক আইনে অভিযুক্ত করে। দার্জিলিংয়ের মুখ্য বিচার বিভাগীয় আদালতের সরকারি আইনজীবী পঙ্কজ প্রসাদ বলেন, ‘আদালত ১৪ দিনের জন্য প্রকাশ গুরুংকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।’