বেলদায় রাস্তার ধার থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার যুবক
আজকাল | ১০ মার্চ ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: রাস্তার উপর গলাকাটা অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখেন পথ চলতি সাধারণ মানুষ। পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার অন্তর্গত মান্নাচক এলাকায়। ওই যুবককে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত যুবকের নাম বাবুলাল সরেন। বাড়ি চাটলা এলাকায়।
জানা গিয়েছে, গতকাল রবিবার রাতে মান্নাচক এলাকায় রাস্তার উপর গলাকাটা রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন পথ চলতি মানুষজন। এই খবর চাউর হতেই ঘটনাস্থলে ভিড় করেন সাধারণ মানুষ। পুলিশকে খবর দেওয়া হয় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেলদা থানার পুলিশ। রক্তাক্ত অবস্থায় যুবককে উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে মেদিনীপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। সেখানে তাঁর চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।
তবে পুলিশ সূত্রে খবর, ওই যুবক নিজের গলায় নিজেই ব্লেড চালিয়েছে। খবর পেয়ে উদ্ধার করা হয়। তারপরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে মেদিনীপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। তবে কী কারণে এই ঘটনা ঘটালো ওই যুবক? তা কিন্তু তা কিন্তু এখনো স্পষ্ট নয়। কিন্তু কেন এমন ঘটালো ওই যুবক? কারাই বা থাকতে পারে এর নেপথ্যে? সেই সব নিয়ে এখনও যদিও ধোঁয়াশা আছে। ইতিমধ্যে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বেলদা থানার পুলিশ আধিকারিকরা।