• ভারতের জয়ের পর বাজি ফাটাতে গিয়ে বিপত্তি, মালদহের হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড...
    আজকাল | ১০ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত চ্যাম্পিয়নের খেতাব অর্জন করতেই মালদহে বিজয়োল্লাসে মেতে উঠেছিলেন ক্রিকেট প্রেমীরা। রবিবার রাতে খেলা শেষের পর থেকে মধ্যরাত পর্যন্ত মালদহ শহরের ফোয়ারা মোড়ে বাজি, পটকা ফাটিয়ে, ব্যান্ডপার্টির সঙ্গে আনন্দে, উল্লাসে মেতে ওঠেন সাধারণ মানুষেরাও। আনন্দ-উল্লাস চলাকালীন ফোয়াড়া মোড় সংলগ্ন হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড। মুহূর্তের মধ্যে চত্বরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

    আগুন লাগার সঙ্গে সঙ্গেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। এরপর দমকল কর্মীরা প্রাণপণ চেষ্টা করে নিয়ন্ত্রণে আনেন সেই আগুন। ফলে সেভাবে বড়সড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। দু'-তিনটি দোকান আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। তবে সময় মতো দমকলের ইঞ্জিন না আসলে আগুন বিধ্বংসী রূপ ধারণ করে বড়সড় ক্ষয়ক্ষতি ডেকে আনতে পারত। 

    স্থানীয়দের অনুমান, ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হতেই বাজি ফাটানোর জেরে অগ্নিকাণ্ড ঘটেছে। বাজি থেকেই হকার্স মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে।
  • Link to this news (আজকাল)