আজকাল ওয়েবডেস্ক: চলন্ত বাসে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ময়নাগুড়ি এলাকায়। হঠাৎই রাস্তার উপর দাউদাউ করে জ্বলতে শুরু করে এনবিএসটিসির বাসটি। ওই ঘটনার ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। তাড়াহুড়ো করে বাস থেকে নামতে গিয়ে আহত হন চালক সহ চারজন যাত্রী।
ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির সুভাষনগর এলাকায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও দমকল বাহিনী। দীর্ঘ চেষ্টার পর ওই বাসের আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে দমকল সূত্রে।
জানা গেছে, এনবিএসটিসির ওই যাত্রীবাহী বাসটি জলপাইগুড়ি থেকে মালবাজার যাচ্ছিল। সেই সময় ময়নাগুড়ির সুভাষনগর এলাকায় হঠাৎ বাসটিতে আগুন লাগে। পরে বাসের ভিতর থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে যায়। তাড়াহুড়ো করে নামতে গিয়ে আহত হন বাসচালক সহ চারজন যাত্রী। পরে খবর দেওয়া হয় পুলিশ ও দমকলকে।
খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। পরে দীর্ঘ চেষ্টায় ওই বাসের আগুন নিয়ন্ত্রনে আনে। শর্ট সার্কিট থেকে এই দুর্ঘটনা বলে অনুমান। আহত যাত্রীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কী কারণে এই আগুন লাগল তার তদন্ত শুরু করেছে পুলিশ।