• বাম আমলে পাট্টা দেওয়া জমি,আদালতের নির্দেশে দখল নিতে গিয়ে বিক্ষোভের মুখে পুলিশ, বিডিও...
    আজকাল | ১০ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: হুগলির দাদপুর থানার অন্তর্গত বাবনান গ্রাম পঞ্চায়েতের মূলগ্রাম মৌজার প্রায় পঁচিশ বিঘা জমি নিয়ে একটি পুরনো বিরোধ নতুন করে মাথাচাড়া দিয়েছে। ১৯৯৪ সালে বাম আমলে ওই জমির পাট্টা দেওয়া হয়েছিল ১৭৭ জনকে, যারা এতদিন ধরে জমিতে চাষ করে আসছিলেন। কিন্তু জমির আসল মালিক আদালতে মামলা করে জমি পুনরুদ্ধারের দাবি জানান। আদালত মহকুমা শাসক ও ব্লক প্রশাসনকে জমির দখল বুঝিয়ে দিতে নির্দেশ দেয়।

    গত বুধবার প্রশাসন পুলিশ সহ জমির দখল নিতে গেলে স্থানীয় পাট্টাদারদের প্রতিরোধের মুখে পড়ে। আজ আবার বিশাল পুলিশ বাহিনী নিয়ে জমি দখল করতে যায় ব্লক প্রশাসন। পাট্টাদাররা সিপিএম-এর পতাকা হাতে বিক্ষোভে অংশ নেয়, দাবি করে যে তাঁরা  প্রায় ৩০ বছর ধরে ওই জমিতে চাষ করছেন এবং বর্তমান সরকার তাঁদের জমি কেড়ে নিতে চাইছে।

    পাশাপাশি, জমির মালিক মহসীন মন্ডল জানান, সিপিএম আমলে জোর করে জমি দখল করে বিলি করা হয়েছিল। ২০০২ সালে পাট্টা বাতিল হয়ে যায় এবং ২০১৯ সালে জমির পর্চা তাঁদের নামে হয়। তবু, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও জমির দখল নিতে পারেননি। বর্তমানে পাট্টা পাওয়া অনেকেই মারা গেছেন, আর বাকি যারা আছেন, তারা মৌখিকভাবে জমি অন্যদের বিক্রি করে দিয়েছেন।
  • Link to this news (আজকাল)