ক্ষেতে নলকূপের পাইপ বসাতে গিয়ে বিপত্তি, বিদ্যুৎস্পৃষ্ট তিনজন...
আজকাল | ১০ মার্চ ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: নলকূপের পাইপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল তিনজনের। সোমবার ঘটনাটি ঘটে কোচবিহারের শীতলকুচি ব্লকের পশ্চিম শীতলকুচি গ্রামে। ঘটনায় শোকের ছায়া এলাকায়। উদ্ধারের পর তাঁদের শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থলে আসে শীতলকুচি থানার পুলিশ। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত তিন জনের নাম যশো মিয়াঁ, সহিদুল মিয়াঁ ও আজিজার রহমান। জানা গিয়েছে, এদিন স্থানীয় পরিমল বর্মনের তামাক খেতের পাশে নলকূপ বসাতে গিয়েছিলেন ওই তিনজন। কাজ করার সময় হঠাৎ পাইপটি বিদ্যুতের ১১ হাজার ভোল্টের তারে পড়ে যায়। সেই সময় পাইপটি ধরেছিলেন যশো মিয়াঁ ও সহিদুল মিয়াঁ। বিদ্যুৎস্পৃষ্ট হন তাঁরা।
তাঁদের বাঁচাতে বাঁশ দিয়ে আঘাত করতে যান আজিজার রহমান। কিন্তু তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পাশের ক্ষেতে কাজ করছিলেন যাঁরা, তাঁরা ছুটে গিয়ে তাঁদের বাঁচানোর চেষ্টা করেন। শেষরক্ষা হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হোড়ো, তৃণমূল কংগ্রেসের শীতলকুচি ব্লক সভাপতি তপন কুমার গুহ-সহ বিশাল পুলিশবাহিনী।
এদিন এবিষয়ে শীতলকুচি থানার ওসি জানিয়েছেন, দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ।