• বেআইনি পোস্ত চাষের অভিযোগ, জমিতে ঢুকে বড়সড় অভিযান চালাল পুলিশ...
    আজকাল | ১০ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বেআইনি পোস্ত চাষকে কেন্দ্র করে চাঞ্চল্য হুগলির পোলবা এলাকায়। জানা গিয়েছে, পোলবার আমনান গ্রাম পঞ্চায়েতের ডুবির ভেড়িতে বেশ কিছুদিন ধরেই বেআইনি ভাবে পোস্ত চাষ করা হচ্ছিল। এই প্রসঙ্গে পুলিশের কাছে একাধিক অভিযোগ জমা পড়ে। খবর পেয়ে এলাকায় বড়সড় অভিযান চালিয়ে জমির পোস্ত চাষ নষ্ট করল পুলিশ। জানা গিয়েছে, হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি প্রিয়ব্রত বক্সী এবং বলবা থানার ওসি নাজিরউদ্দিন আলির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে উপস্থিত থেকে ওই জমিতে পোস্ত চাষ নষ্ট করে ফেলা হয়। ডিএসপি জানান, ‘ওই এলাকায় বেআইনিভাবে পোস্ত চাষ হচ্ছে এই সংক্রান্ত খবর এসেছিল আমাদের কাছে। 

    সেই মতো পুলিশ বাহিনী নিয়ে ওই জমিতে সমস্ত পোস্ত গাছ নষ্ট করে ফেলা হয়েছে’। তিনি আরও জানিয়েছেন, আগামী দিনে যদি কোথাও বেআইনি ভাবে এই ধরনের চাষের খবর আসে পুলিশের কাছে সেক্ষেত্রে ফের অভিযান চালাবে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, যে জমিতে পোস্ত চাষ করা হচ্ছিল তা প্রশাসনিক পদে থাকা জনপ্রতিনিধিদের জমি। পুলিশ যদি ব্যবস্থা নেয় সেক্ষেত্রে সকলের বিরুদ্ধেই ব্যবস্থা নেওযা উচিত। তবে বেআইনি পোস্ত চাষের বিরুদ্ধে পুলিশ যেভাবে এগিয়ে এসে জমি নষ্ট করেছে তার প্রশংসা করেছেন গ্রামবাসীরা। পুলিশের এই অভিযানকেও সাধুবাদ জানিয়েছেন তাঁরা।
  • Link to this news (আজকাল)