রাজ্য বিজেপিতে বড় ধাক্কা, তৃণমূলে যোগ দিলেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল...
আজকাল | ১০ মার্চ ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্য বিজেপিতে বড়সড় ধাক্কা। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল। সোমবার তৃণমূল ভবনে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের হাত থেকে দলীয় পতাকা হাতে তুলে নেন তিনি। তৃণমূলে যোগ দিয়ে তিনি বলেন, 'বাংলায় যে বিভাজনের রাজনীতি চলছে সেটা আমার পক্ষে দিনের পর দিন মেনে নেওয়া কঠিন। একাধিক বার প্রতিবাদ করার পরেও লাভ হয়নি।
বাংলাকে রক্ষা করতে, বেকারদের কর্মসংস্থান বাড়াতে, সর্বোপরি সামাজিক উন্নয়নের জন্য মমতা ব্যানার্জির সঙ্গে যুক্ত হলাম। এই বিভাজনের রাজনীতি বন্ধ করে বাংলার উন্নতি চাই আমি। বাংলার সমস্ত স্তরের মানুষকে সঙ্গে নিয়ে উন্নয়ন চাই। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই আমি। যাতে আগামীদিনে বাংলার উন্নতি করতে পারি'। সোমবার সকালে বিধানসভা অধিবেশনে যোগ দিয়েছিলেন তাপসী। সেখান থেকে বেরিয়ে দুপুর নাগাদ তাপসী বাইপাসের ধারে তৃণমূল ভবনে চলে আসেন।
সেখানেই ক্রীড়ামন্ত্রীর উপস্থিতিতে দলে যোগ দেন তিনি। প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই রাজ্য রাজনীতির সঙ্গে যুক্ত তাপসী মণ্ডল। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে সিপিএমের হয়ে নির্বাচনে লড়াই করে জিতেছিলেন তিনি। কিন্তু ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে দলবদল করেন তিনি। সিপিএমের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে শুভেন্দু অধিকারীর হাত ধরে যোগ দেন ভারতীয় জনতা পার্টিতে। ২০২৬ সালে রাজ্যে ফের বিধানসভা নির্বাচন। তার আগে ফের সুর বদল করলেন তাপসী। ভোটের আগে এটা যে বড় ধাক্কা বিজেপির কাছে তাতে কোনও সন্দেহ নেই।