• ফুচকা বানাতে গিয়েই বড় বিপদ, পরিস্থিতি সামলাতে ছুটল দমকলের ইঞ্জিন
    আজকাল | ১০ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ফুচকা বানাতে গিয়ে বড় বিপত্তি। মুহূর্তে সিলিন্ডার ফেটে বিস্ফোরণ। পরিস্থিতি সামলাতে  এলাকায় পৌঁছল দমকলের ইঞ্জিন। 

    চঞ্চল্যকর ঘটনা ঘটে চুঁচুড়ায়। সোমবার সকালে হুগলি চুঁচুড়া পৌরসভার অন্তর্গত ১২ নম্বর ওয়ার্ড এলাকার ঘুটিয়া বাজার পাইনগলি এলাকার একটি বাড়িতে ফুচকা তৈরি করতে গিয়ে গ্যাস সিলিন্ডার লিক করে, তৎক্ষণাৎ আগুন লেগে যায় বাড়িতে। 

    এলাকা সূত্রে জানা গিয়েছে, ফুচকা তৈরি করার আগে নতুন সিলিন্ডার লাগানো হয়, তারপর গ্যাস জ্বালিয়ে ফুচকা গরম করার আগেই সিলিন্ডার থেকে গ্যাস লিক করে  আগুন লেগে যায় বাড়িতে। বাড়ির ভিতরে সমস্ত আসবাবপত্র, ফ্রিজ, টিভি, পাখা, টাকা পয়সা প্রায় সবকিছুই পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে খবর স্থানীয় সূত্রে। 

    ঘর আয়তনে ছোট, ঘিঞ্জি এলাকায় হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। তৎক্ষণাৎ ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে, এক দমকলকর্মী আহত হয়েছেন বলেও খবর সূত্রের। তাঁকে তৎক্ষণাৎ হাসাপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
  • Link to this news (আজকাল)