বিভাজনের অভিযোগ তুলে তৃণমূলে বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল
দৈনিক স্টেটসম্যান | ১০ মার্চ ২০২৫
ছাব্বিশের নির্বাচনের আগে শুভেন্দুর দুর্গে বড়সড় ভাঙন। প্রগতিশীল বাংলায় বিভাজনের অভিযোগ তুলে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। সোমবার বিধানসভা থেকে সটান তৃণমূল ভবনে যান তাপসী। সেখানে অরূপ বিশ্বাসের হাত থেকে জোড়া ফুলের পতাকা নিজের হাতে তুলে নেন। এভাবে বিজেপি বিধায়কের তৃণমূলে অভিষেক হল। শুভেন্দুর বিরুদ্ধে তাঁকে কোণঠাসা করার অভিযোগও উঠেছে।
রাজনৈতিক মহলে গুঞ্জন, সম্প্রতি শুভেন্দু অধিকারীর সঙ্গে হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডলের বিভিন্ন কারণে দূরত্ব তৈরি হয়েছিল। তাঁকে একাধিক দায়িত্ব থেকে নাকি সরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। তবে দলের অন্দরে সেই সমস্যা মেটানোর চেষ্টা হলেও সফল হননি। শেষমেশ দলবদলের সিদ্ধান্ত নিলেন তাপসী।
জানা গিয়েছে, সোমবার যথারীতি বিধানসভায় গিয়েছিলেন তাপসী। অধিবেশনেও যোগ দেন। হঠাৎই এক তৃণমূল নেতার সঙ্গে বেরিয়ে যান। সোজা হাজির হন তৃণমূল ভবনে। সেখানে মন্ত্রী অরূপ বিশ্বাসের পাশে বসে তৃণমূলে যোগদানের পর বিজেপির বিরুদ্ধে মুখ খোলেন। বলেন, ‘প্রগতিশীল বাংলায় বিভাজনের রাজনীতি চলছে। তবে মানুষ তা প্রত্যাখ্য়ান করছে। কারণ, মানুষকে সঙ্গে নিয়ে মানুষের জন্য কাজ করাই আমাদের লক্ষ্য। প্রগতিশীল বাংলাকে রক্ষা করতে, মূলত হলদিয়ার মানুষের জন্য কাজ করতেই মমতা বন্দ্য়োপাধ্যায়ের সঙ্গে যুক্ত হলাম। তাঁর নির্দেশেই আগামীতে মানুষের জন্য কাজ করব।’
প্রসঙ্গত দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত তাপসী মণ্ডল আদিতে ছিলেন সিপিএম নেত্রী। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে কাস্তে-হাতুড়ি চিহ্নে জয়লাভও করেন। কিন্তু ২০২১ সালের বিধানসভা নির্বাচনে হাওয়া বুঝে গেরুয়া শিবিরে যোগদান করেন। হলদিয়া বিধানসভা কেন্দ্রে পদ্মফুল চিহ্নে জয়লাভও করেন। ফের দলবদল তাপসীর। এবার তিনি সরাসরি শাসক শিবিরে যোগদান করে শুভেন্দুর গড়ে ভাঙ্গন ধরিয়ে দিলেন। ২০২৬-এর নির্বাচনের আগে তাপসীর এই দলবদল গেরুয়া শিবিরে যে বড় ফাটল ধরাতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না। বিরোধী দলনেতাকে কার্যত চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিলেন তিনি।