পার্থ চৌধুরী: যুগলের দেহ উদ্ধারে চাঞ্চল্য। পূর্ব বর্ধমানের বামুনিয়ার ঘটনা। প্রেমিক প্রেমিকার ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল গ্রামে।
মেমারি থানার মন্ডলগ্রামের বামুনিয়া এলাকায় সোমবার সকালে একটি গাছে নাইলনের দড়িতে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত দেহ দুটি দেখতে পান স্থানীয়রা। এরপর মেমারি থানার পুলিসকে খবর দিলে পুলিস এসে দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় বর্ধমান মেডিকেলে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, যুবক কেরালায় রাজমিস্ত্রির কাজ করত। দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল কিন্তু নাবালিকার পরিবার অন্য জায়গায় বিয়ে ঠিক করে তার। রবিবার রাত থেকে নিখোঁজ ছিল ওই নাবালিকা। সোমবার সকালে বামুনিয়া এলাকায় তাদের ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা। পুলিশ দেহ দুটি উদ্ধার করে পাহাড়হাটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। পুলিস দেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠায় বর্ধমান মেডিক্যালে।
মৃতের কাকা জানান, 'আমার ভাইপো কেরলে কাজ করত। ওদের দুজনের প্রেম নিয়ে আমরা কিছু জানতাম না। এরমধ্যে নাবালিকার পরিবার তার বিয়ে ঠিক করে। কাল রাতে মেয়েটি নিঁখোজ হবার পর ওরা খোঁজাখুঁজি করেন। আমরা কিছুই জানতাম না। এমনকি ভাইপো কখন ফিরেছে তাও জানি না। খুবই মর্মান্তিক হলেও আমাদের কোনও অভিযোগ নেই।'
আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ...
iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১
কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭