কলকাতায় কাজের টোপ দিয়ে হোটেলের ঘরে তরুণীকে ধর্ষণে ধৃত অভিযুক্ত
প্রতিদিন | ১০ মার্চ ২০২৫
অর্ণব আইচ: কাজের খুব প্রয়োজন ছিল তরুণীর। মাঝবয়সী এক ব্যক্তি কাজ পাইয়ে দেবেন বলে প্রতিশ্রুতিও দিয়েছিলেন। তবে কাজ পাওয়া গেল না। টোপ দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল হোটেলের ঘরে। ধর্ষণের শিকার হলেন ওই তরুণী। খাস দক্ষিণ কলকাতায় এই ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে কলকাতা পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। সোমবার তাঁকে আদালতে তোলা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৫৯ বছর বয়সী ধৃত ব্যক্তির নাম কীর্তি মেহতা। বেশ কিছুদিন আগে থেকেই ওই ব্যক্তির সঙ্গে ২১ বছর বয়সী তরুণীর পরিচয়। ওই তরুণীর একটি কাজের প্রয়োজন রয়েছে। সেই কথা এই কীর্তি মেহতাকে জানিয়েছিলেন। তারপরই কাজ পাইয়ে দেওয়ার টোপ দেওয়া হয়। সেই মতো গত ৭ তারিখ ওই তরুণীকে ভবানীপুরের একটি হোটেলে নিয়ে যান কীর্তি।
ওই হোটেলের একটি ঘরেই তরুণীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনার কথা কাউকে বললে পরিণতি আরও ভয়ঙ্কর হবে। সেই হুমকিও দেওয়া হয়। ভবানীপুর থানায় ওই তরুণী লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নেমে পুলিশ ওই ব্যক্তিকে গতকাল রাতে গ্রেপ্তার করে। ধৃতকে আজই আদালতে তোলা হয়। জানা গিয়েছে, ওই তরুণী দিল্লির বাসিন্দা। কলকাতায় এক পানশালায় তিনি কাজ করেন। সম্প্রতি তিনি কাজের খোঁজ করছিলেন। শিয়ালদহ আদালতে ওই তরুণীর গোপন জবানবন্দি নেওয়া হয়েছে বলে খবর।