• যাদবপুর কাণ্ডে তদন্তের নামে হেনস্তা! পুলিশের ‘অতিসক্রিয়তা’র বিরুদ্ধে ফের হাই কোর্টে মামলা
    প্রতিদিন | ১০ মার্চ ২০২৫
  • গোবিন্দ রায়: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তির ঘটনায় তদন্তের নামে পুলিশি হেনস্তার অভিযোগ। ফের কলকাতা হাই কোর্টে মামলা দায়ের। এসএফআই সমর্থক উদ্দীপন কুণ্ডু মামলা দায়ের করেন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার মামলার শুনানির সম্ভাবনা।

    মামলাকারীর দাবি, যাদবপুরের ছাত্রছাত্রীদের জিজ্ঞাসাবাদের জন্য বারবার ডেকে পাঠাচ্ছে পুলিশ। গত ৭ মার্চও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় তাঁদের। অভিযোগ, সেদিন তাঁদের কাছ থেকে মোবাইল চাওয়া হয়। তাঁরা আপত্তি করেন। তারপরেও তাঁদের হেনস্তা করা হচ্ছে বলেই অভিযোগ। সোমবার তাঁদের ফের তলব করা হয়েছে। পুলিশের অতিসক্রিয়তার অভিযোগে হাই কোর্টে মামলা দায়ের উদ্দীপন কুণ্ডু নামে ওই এসএফআই সমর্থক ছাত্রের। দ্রুত শুনানির আর্জি জানান তিনি।

    প্রসঙ্গত, গত ১ মার্চ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভা ছিল। ছাত্র সংসদ নির্বাচন-সহ একাধিক দাবিতে ওইদিন বিশ্ববিদ্যালয় চত্বরে দফায় দফায় বিক্ষোভ দেখাতে থাকে বাম ছাত্র সংগঠন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির চাকার হাওয়া খুলে দেওয়া হয়। মৃদু চোটও পান শিক্ষামন্ত্রী। এসএসকেএম হাসপাতালে প্রাথমিক চিকিৎসাও হয় তাঁর। এই ঘটনার জল গড়ায় কলকাতা হাই কোর্টে। গত শুক্রবার ওই মামলার শুনানিতে পুলিশের ভূমিকা নিয়ে ফের প্রশ্ন তোলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। শিক্ষামন্ত্রীর নিরাপত্তায় বড়সড় গাফিলতি ছিল বলেই দাবি করেন তিনি।
  • Link to this news (প্রতিদিন)