• মাঝরাস্তায় যাত্রীবোঝাই বাসে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে জখম ৪
    প্রতিদিন | ১০ মার্চ ২০২৫
  • শান্তনু কর, জলপাইগুড়ি: মাঝরাস্তায় দাউদাউ করে জ্বলে উঠল যাত্রীবোঝাই সরকারি বাস। আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে গুরুতর জখম ৪ যাত্রী। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল জলপাইগুড়ির ময়নাগুড়িতে। পরিস্থিতি আয়ত্তে আনতে ঘটনাস্থলে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ওই রাস্তায় বন্ধ ছিল যান চলাচল।

    অন্য়ান্যদিনের মতোই সোমবার সকালে জলপাইগুড়ির ময়নাগুড়ির সুভাষনগর হয়ে মালবাজার যাচ্ছিল একটি সরকারি বাস। সপ্তাহের শুরুর দিন হওয়ায় স্বাভাবিকভাবেই যাত্রী ভরা ছিল। আচমকাই আগুন লেগে যায় বাসটিতে। মুহূর্তে দাউদাউ করে জ্বলে ওঠে লেলিহান শিখা। সঙ্গে সঙ্গে যাত্রীদের নামানো হয়। এদিকে আতঙ্কে হুড়োহুড়ি করে কমবেশি সকলেই আগে নামার চেষ্টা করেন। যার ফলে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। জখম হন ৪ যাত্রী। তাঁদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এদিকে দমকলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় শুরু করে আগুন আয়ত্তে আনার কাজ।

    বেশ কিছুক্ষণের চেষ্টায় আয়ত্তে আসে আগুন। কিন্তু কী থেকে এই অগ্নিকাণ্ড? প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিটের জেরেই এই ঘটনা। তবে বাসটির আগে থেকে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
  • Link to this news (প্রতিদিন)