• বিধানসভা অধ্যক্ষের কেন্দ্রে সভার ডাক শুভেন্দুর, ‘আসুন, মঞ্চ-মাইক বেঁধে দেব’, বলছেন বিমান
    প্রতিদিন | ১০ মার্চ ২০২৫
  • কৃষ্ণকুমার দাস: বিধানসভায় অশান্তির প্রতিবাদে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্রের সভার ডাক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। পালটা দিলেন অধ্যক্ষ। বললেন, “আসুন, মঞ্চ-মাইক বেঁধে দেব।” বুঝিয়ে দিলেন, শুভেন্দুর সভার হুঁশিয়ারিকে বিন্দুমাত্রও গুরুত্ব দিচ্ছেন না তিনি।

    সোমবার বিধানসভা অধিবেশন চলাকালীন বিজেপি বিধায়কদের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এরপরই বিজেপির মুখ্য সচেতক শংকর ঘোষ ও বিজেপি বিধায়ক মনোজ ওরাওঁকে বের করে দেওয়া হয়। সাসপেন্ড করা হয় এক বিজেপি বিধায়ককে। অধিবেশন কক্ষ থেকে বেরিয়েই গোটা ঘটনায় ক্ষোভ উগরে দেন বিরোধী দলনেতা। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র অর্থাৎ বারুইপুর পশ্চিমে সভার ডাক দেন তিনি। জানান, আগামী ১৮ মার্চ সেখানে সভা করবে বিজেপি। তবে বিষয়টাকে গুরুত্ব দিতে নারাজ অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বললেন, “আসুন, মঞ্চ-মাইক বেঁধে দেব।”

    এখানেই শেষ নয়, শুভেন্দুকে খোঁচা দিয়ে অধ্যক্ষ আরও বলেন, স্থানীয়দের সমর্থন তো শূন্য। মঞ্চ বাঁধতে ওনাকে লোক আনতে হবে নন্দীগ্রাম থেকে। তার থেকে তিনিই মঞ্চের ব্যবস্থা করে দেব। উল্লেখ্য, রবিবারই ‘যাদবপুর চলো’ ডাক দিয়েছিল বিজেপি। সেখানে নন্দীগ্রাম থেকে ৩টি বাসে লোক আনা হয়েছিল বলে অভিযোগ। তা নিয়ে বিজেপির অন্দরেই শোরগোল পড়ে গিয়েছে।
  • Link to this news (প্রতিদিন)