• রাজ্যপালের নামে সোশাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট খুলে প্রতারণা! সতর্ক করল রাজভবন
    প্রতিদিন | ১০ মার্চ ২০২৫
  • সুদীপ রায়চৌধুরী: রাজ্যপালের নামে সোশাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে আর্থিক প্রতারণার অভিযোগ। রাজ্যপালের দপ্তরে ইতিমধ্যে সে অভিযোগ দায়ের হয়েছে। আর তারপরই নড়েচড়ে বসল রাজভবন। সতর্কতা জারি করা হয়েছে। রাজ্যপাল সংক্রান্ত কোনও বিষয় নিয়ে কেউ যোগাযোগ করলে তা অবিলম্বে পুলিশকে জানাতে বলা হয়েছে।

    রাজভবনের তরফে জানানো হয়েছে, কখনও ফোন করে আবার কখনও দেখাসাক্ষাতের মাধ্যমে প্রতারক প্রতারণার জাল বিছোচ্ছে। যাঁকে টার্গেট করা হচ্ছে, তাঁকে বিভিন্ন সুবিধার আশ্বাস দেওয়া হচ্ছে। আর সেই সুবিধা পাইয়ে দেওয়ার বিনিময়ে টাকাও দাবি করা হচ্ছে। এমনই বেশ কয়েকটি অভিযোগ রাজভবনে জমা পড়ে। তাতেই নড়েচড়ে বসেন তদন্তকারীরা। তারপর এমন অভিযোগ কমেছিল কিছুটা। কিন্তু বর্তমানে ফের এই ধরনের প্রতারণার অভিযোগ উঠতে শুরু করেছে। তাই ফের রাজভবনের তরফে সতর্কতা জারি করা হয়েছে।

    শুধু রাজ্যপাল বোসই নন, এর আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নাম ব্যবহার করে অতীতে প্রতারণার চেষ্টা হয়েছে। ঝাড়খণ্ডের রাঁচি পুলিশ আর্থিক প্রতারণার অভিযোগ পেয়েছিল। সম্প্রতি বিধাননগর পুলিশের ডিসি অনীশ সরকারের নাম করে আর্থিক প্রতারণার অভিযোগও উঠেছে। বলে রাখা ভালো, দিন যত যাচ্ছে, ততই বাড়ছে সোশাল মিডিয়ার ব্যবহার। অনলাইন প্রতারণাও বাড়ছে ক্রমশ। তাই সোশাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ বিশেষজ্ঞদের।
  • Link to this news (প্রতিদিন)