মহিলা হয়েও আরজি করের দোষীদের হাত ধরে আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছেন তাপসী মণ্ডল:শংকর
হিন্দুস্তান টাইমস | ১০ মার্চ ২০২৫
তাপসী মণ্ডলের তৃণমূলের যোগদানকে তীব্র সমালোচনা করলেন বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক শংকর ঘোষ। তাপসী মণ্ডলের সিদ্ধান্তকে আত্মঘাতী বলে মন্তব্য করলেন তিনি। তাঁর দাবি, নিজের পায়ে নিজে কুড়ুল মারলেন তাপসী। আসন্ন বিধানসভা ভোটে টিকিট পেলেও তাঁর পরাজয় আসন্ন।
এদিন শংকরবাবু বলেন, ‘তাপসীদেবী না কি বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগ তুলেছেন। কিন্তু তৃণমূল যে একের পর এক দুষ্কর্ম গোটা বিশ্বে বাঙালির মাথা হেঁট করে দিয়েছে সেকথা কি তিনি ভুলে গিয়েছেন? আসলে তৃণমূলে নাম লিখিয়ে নিজে সেই লুঠতরাজের সিন্ডিকেটের সদস্য হলেন তাপসী মণ্ডল। আরজি করের নির্যাতিতার ধর্ষণ খুনের কারিগরদের সঙ্গে হাত মেলালেন। হাত মেলালেন সঞ্জয় রায়, সন্দীপ ঘোষদের যাঁরা বাঁচাতে চায় তাদের সঙ্গে। তৃণমূলে যোগদান তাপসী মণ্ডলের একটা আত্মঘাতী সিদ্ধান্ত। আগামী বিধানসভা নির্বাচনেই তিনি তা টের পাবেন।’
তৃণমূলে যোগদান করায় তাপসী মণ্ডলকে তীব্র আক্রমণ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তিনি বলেন, ‘যেমন মুকুটমণি অধিকারী, কৃষ্ণ কল্যণী, বিশ্বজিৎ দাসের মতো দলবদলুদের লোকসভা নির্বাচনে হারিয়েছিলাম একই ভাবে তাপসী মণ্ডলকে যদি তোলামূল প্রার্থী করে আমাকে কিছু করতে হবে না। হলদিয়ার তোলামূলিরাই ওকে বিসর্জন দেবে। অনেকে চলে গিয়ে আবার ফিরেও আসছে। সৌমেন রায় ফিরে এসেছে। আমাদের সঙ্গে অনেকে যোগাযোগ রাখেন, আমরা তাদের নেব না। আমরা পশ্চিমবঙ্গে হিন্দুদের জনজাতি নিয়ে সরকার গড়ব।’