• 'আমাকে ঢুকতে দিন' হাত জোড় করে যাদবপুরে ওমপ্রকাশ 'স্যার', চলছে তুমুল বিক্ষোভ
    হিন্দুস্তান টাইমস | ১০ মার্চ ২০২৫
  • ফের উত্তেজনা যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। অধ্য়াপক ওমপ্রকাশ মিশ্র বিশ্ববিদ্যালয়ে ঢুকতেই শুরু হয় বিক্ষোভ। বাম প্রভাবিত ছাত্র সংগঠনের আওতায় থাকা ছাত্রীরা রীতিমতো প্লাকার্ড হাতে আটকে দেয় অধ্য়াপককে। তাদের দাবি, যে স্যার ছাত্রের উপর গাড়ি চালিয়ে দেন সেই স্যারকে আমরা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দেব না। এদিকে ওমপ্রকাশ মিশ্রের ঘরেও তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। 

    এদিকে দেখা যায় এআইডিএসও, এসএফআই সহ অন্য়ান্য সংগঠনের আওতায় থাকা ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। তার সামনে হাতজোড় করে ভেতরে প্রবেশের চেষ্টা করেন ওমপ্রকাশ। তিনি বলতে থাকেন আমাকে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে দেওয়া উচিত। এভাবে আপনারা আটকাতে পারেন না। 

    এদিকে ছাত্রছাত্রীদের একাংশের দাবি, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাদা পোশাকে পুলিশ ঘুরছে। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্য়াপক ওমপ্রকাশ মিশ্রের রুমের কাছেও পুলিশ ছিল। এদিকে তিনি রুমের কাছে যাওয়ার পরে তালা খুলে তাঁর ভেতরে প্রবেশের ব্যবস্থা করা হয়। 

    ওমপ্রকাশ মিশ্র সংবাদমাধ্যমে বলেন, রুমের কাছে গিয়ে বসে পড়া সেটা হিংসা। এটা প্ররোচনা। এটা ওরা বলতে চাইছে তাদের ভায়োলেন্স করার অধিকার রয়েছে। যারা এসব কথা বলছে তাদের বলুন পুলিশের কাছে যেতে। 

    আন্দোলনকারীদের একাংশের মতে,  ছাত্র পেটানো শিক্ষক বিশ্ববিদ্যালয়ে ঢুকছে। সেক্ষেত্রে তাকে স্বাভাবিকভাবেই আটকানো হয়েছে। তৃণমূলের বহিরাগতরা ছাত্রী কমরেডদের পা মাড়িয়ে ঢুকে গিয়েছে। পুলিশও সাদা পোশাকে এসেছে ক্যাম্পাসে।

    এদিকে সামগ্রিক পরিস্থিতি ফের সোমবার বিশ্ববিদ্যালয়ের ক্লাস সহ অন্যান্য কাজকর্মে বিঘ্ন ঘটে। সমস্যায় সাধারণ ছাত্রছাত্রীরা। তাদের দাবি, এভাবে দিনের পর দিন চলতে থাকলে সমস্যা বাড়তে পারে। তবে যেভাবে ছাত্রছাত্রীদের সঙ্গে আচরণ করা হয়েছে তারও প্রতিবাদ হওয়া দরকার।

    গত ১ মার্চ যাদবপুর ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় শিক্ষামন্ত্রীর গাড়িতে ভাঙচুর করা হয়েছিল। এরপর সেই গাড়িতে ধাক্কা লাগে এক আন্দোলনকারী ছাত্রের, এমনটাই দাবি করা হচ্ছে। এদিকে সেই সময় অধ্যাপক ওমপ্রকাশ মিশ্রকে ঘিরেও বিক্ষোভ দেখান ছাত্রছাত্রীরা। সেই সময় ওমপ্রকাশের গাড়িতে এক ছাত্র আহত হয়েছিলেন বলে দাবি করা হয়। সোমবার সেই ওমপ্রকাশ মিশ্র বিশ্ববিদ্যালয়ে প্রবেশের চেষ্টা করতে গেলে বিক্ষোভের মুখে পড়েন। বিক্ষোভের মুখে পড়ে হাতজোড় করেন তিনি। 

    এদিকে শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমে যাদবপুরের সমস্যা মেটে কি না সেটাই দেখার। তবে সোমবারও বিক্ষোভ হচ্ছে বিশ্ববিদ্যালয়ে। আর ক্যাম্পাসে সাদা পোশাকে পুলিশ রয়েছে বলে দাবি ছাত্রছাত্রীদের। বাইরেও রয়েছে পুলিশ। দাবি ছাত্রছাত্রীদের। 
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)