• কেন্দ্রীয় প্রকল্পে সই না করে রাজ্যের স্কুল পড়ুয়াদের প্রতি বঞ্চনা করছে রাজ্য:BJP
    হিন্দুস্তান টাইমস | ১০ মার্চ ২০২৫
  • রাজ্যে একার পর এক বন্ধ হয়ে যাচ্ছে রাজ্য সরকারি স্কুল। পরিকাঠামো ও শিক্ষকের অভাব থাকায় রাজ্য সরকারি স্কুলে পড়ানোর ক্ষেত্রে অভিভাবকদের মধ্যে অনীহা দেখা যাচ্ছে। এমনকী স্কুল চালু রাখতে অভিভাবকদের দোরে দোরে ঘুরতে হচ্ছে শিক্ষককে। রাজ্যের স্কুলশিক্ষার এই বেহাল দশার মধ্যে বিস্ফোরক অভিযোগ করল বিজেপি। বিজেপি নেতা অমিত মালব্য পশ্চিমবঙ্গ সরকারকে কেন্দ্রীয় সরকারের পাঠানো একটি চিঠি প্রকাশ করে দাবি করেছেন, বার বার অনুরোধ সত্বেও সরকারি স্কুলের পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রীয় সরকারি প্রকল্পে সুবিধা গ্রহণ করছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কেন্দ্রের তরফে রাজ্যকে বার বার MoU সাক্ষর করার জন্য অনুরোধ করা হলেও এব্যাপারে উদ্যোগ গ্রহণ করছে না পশ্চিমবঙ্গ সরকারের স্কুলশিক্ষা দফতর।

    রাজ্য সরকারি স্কুলের বেহাল দশার খবর আর নতুন কিছু নয়। নতুন কোনও স্কুল বন্ধ হয়ে যাওয়ার খবরে এখন অভ্যস্থ হয়ে গিয়েছেন রাজ্যবাসী। তারই মধ্যে অমিত মালব্যর দাবি, সরকারি স্কুলের পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রের প্রকল্প PM-SHRIতে সই করছে না রাজ্য সরকার। কেন্দ্র রাজ্য যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রকল্প বাস্তবায়ন করতে গেলে MoUতে রাজ্যের সই করা বাধ্যতামূলক। কিন্তু ২ বছরের বেশি সময় ধরে ৬ বার চিঠি দিয়ে রাজ্য সরকারকে এব্যাপারে উদ্যোগী হতে অনুরোধ করা হলেও তৎপরতা দেখাচ্ছে না তারা।

    মালব্য লিখেছেন, ‘এর ফলে রাজ্যের পড়ুয়ারা আধুনিক শিক্ষা পরিকাঠামো থেকে বঞ্চিত হচ্ছেন। এটা শুধু প্রশাসনিক ঢিলেমি নয়, সরাসরি রাজ্যের শিশুদের মধ্যে শিক্ষার প্রগতিতে অংশগ্রহণ করতে অস্বীকার করা।’

    মালব্যের সংযোজন, ‘শিক্ষাকে সমস্ত রাজনীতির ঊর্ধ্বে রাখা উচিত। এর ওপর আমাদের ছাত্রদের ভবিষ্যৎ নির্ভর করছে। সমস্ত সুবিধা পাওয়া সম্পূর্ণ অধিকার তাদের রয়েছে। রাজ্য সরকারের আর দেরি না করে অবিলম্বে এই MoUতে সাক্ষর করা উচিত।’
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)