• চাকরির ফাঁদ, দিল্লির তরুণীকে ধর্ষণের অভিযোগ কলকাতার হোটেলে
    এই সময় | ১০ মার্চ ২০২৫
  • ভর সন্ধেয় কলকাতার হোটেলে দিল্লির তরুণীকে ধর্ষণের অভিযোগ। চাকরি দেওয়ার নাম করে ডেকে পাঠিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন নির্যাতিত তরুণী। ঘটনাটি ৭ মার্চ, শুক্রবারের। ধর্ষণের অভিযোগ দায়ের হয় ভবানীপুর থানায়। অভিযোগের ভিত্তিতে সোমবার একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম কীর্তি মেহতা। বয়স ৫৯।

    অভিযোগ, ধৃত ব্যক্তি নিজেকে ব্যবসায়ী পরিচয় দিয়ে ওই তরুণীর সঙ্গে আলাপ জমান। চাকরির দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাঁকে হোটেলে এসে দেখা করতে বলেন। শুক্রবার ব্যবসায়ীর কথা মতো কলকাতার শরৎ বোস রোডের একটি হোটেলে দেখা করতে আসেন দিল্লির বাসিন্দা ২১ বছর বয়সি ওই তরুণী। এর পরই ঘরে নিয়ে গিয়ে তাঁর উপর নির্যাতন চালান ওই প্রৌঢ়। হোটেলে ৫০৩ নম্বর ঘরে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। তরুণী দিল্লির বাসিন্দা। কাজের সূত্রে কলকাতায় এসেছেন তিনি। বর্তমানে শহরেরই একটি পানশালায় কাজ করেন তিনি।

    পুলিশ সূত্রে খবর, গত ৭ মার্চ সন্ধে ৮টার কিছু পরে শরৎ বোস রোডের ওই হোটেলে তরুণীকে ধর্ষণ করা হয়। নির্যাতিত তরুণীর অভিযোগ, ধর্ষণের পর তাঁকে প্রাণে মেরে ফেলার ভয়ও দেখান ওই অভিযুক্ত। প্রথমে ভয় পেলেও পরে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন তিনি। তাঁর অভিযোগ পেয়েই তদন্ত শুরু করে পুলিশ। তরুণীর অভিযোগ অনুসারে ভবানীপুর থেকে গ্রেপ্তার করা ওই প্রৌঢ়কে।

  • Link to this news (এই সময়)