• শুভেন্দুর জেলায় গেরুয়া শিবিরে ভাঙন, তৃণমূলে যোগদান হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসীর
    এই সময় | ১০ মার্চ ২০২৫
  • জল্পনা ছিলই। সেই জল্পনাতে সিলমোহর দিয়ে  তৃণমূলে যোগদান করলেন বিজেপির বিধায়ক তাপসী মণ্ডল। সোমবার বিকেলে তৃণমূল ভবনে ঘাসফুল শিবিরে যোগদান করলেন হলদিয়ার বিজেপি বিধায়ক। একইসঙ্গে রাজ্যের শাসক দলে যোগদান করলেন বিজেপি নেতা শ্যামল মাইতিও।  

     তাঁদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন অরূপ বিশ্বাস। পূর্ব মেদিনীপুর বিজেপির অন্যতম শক্ত ঘাঁটি বলেই পরিচিত, দাবি বঙ্গ রাজনৈতিক মহলের। তাপসী দীর্ঘদিনের রাজনীতিক। এর আগে তিনি সিপিএম বিধায়ক ছিলেন। ২০১৬ সালে তিনি সিপিএম-এর প্রতীকে জয়লাভ করেন। পরে সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তাপসী। কিন্তু সম্প্রতি দলের সঙ্গে তাঁর দূরত্ব ক্রমশ স্পষ্ট হচ্ছিল বলে দাবি ওয়াকিবহাল মহলের। জেলার রাজনৈতিক মহলের একাংশের কথায়, বিজেপির এক সাংসদের সঙ্গে মনোমালিন্য ছিল তাপসীর। 

    যদিও  তৃণমূলে যোগদানের পর কাউকে ব্যক্তিগত আক্রমণ করেননি তাপসী। বরং তিনি বলেন, ‘বাংলার মানুষের মনে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। প্রগতিশীল বাংলায় বিভাজনের রাজনীতি করা হচ্ছে। এই রাজনীতি মেনে নেওয়া কঠিন হচ্ছিল। একাধিকবার বিভিন্ন ভাবে প্রতিবাদ করেও কোনও লাভ না হওয়ায় তৃণমূলে যোগদান করেছি।’ ১৯৯৭ সাল থেকে টানা সিপিএম-এর টিকিটে চারবার হলদিয়া পুরসভার কাউন্সিলার হন তাপসী। ২০১৬ সালে হলদিয়া বিধানসভায় সিপিএমের টিকিটে বিধায়ক হন। পরে তিনি তৃণমূলে যোগদান করেন। ২০২১ সালে তিনি বিজেপির টিকিটে বিধায়ক হন এবং ২০২৩ সালে বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সভাপতি পদের দায়িত্ব নেন তাপসী। শোনা যায়, ২০২৪ সাল থেকেই এই নেত্রীর দলের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল।

    বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগেই বিজেপি ছেড়ে তাপসী এবং শ্যামলের তৃণমূলে যোগদান বিজেপির জন্য বড় ধাক্কা বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

    যদিও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘এটা পুরোনো বিষয়। এক মাস আগে বিজেপির জাতীয় নেতারা একটি সার্কুলার দিয়ে জানান, কোনও বিধায়ক জেলা সভাপতি হতে পারবেন না। সেটা জানার পরেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।’

  • Link to this news (এই সময়)