কথায় রয়েছে, কুকুর প্রভুভক্ত। সে কথাকে প্রমাণ করে দেখাল ‘রকি’। মনিবের প্রাণ বাঁচাতে চন্দ্রবোড়ার সঙ্গে লড়াই করল ল্যাব্রাডর রকি। মনিবের প্রাণ বাঁচলেও সাপের ছোবলে এখন সংকটে এই পোষ্যর প্রাণ। ঘটনায় চোখে জল মনিবের।
দুর্গাপুরের ফুলঝোড় মোড়ের মধুসূদন পার্কের বাসিন্দা বুদ্ধদেব মণ্ডল পেশায় শিক্ষক। বছর তিনেক আগে তাঁদের পরিবারের সদস্য হয়েছিল এই ল্যাব্রাডর। মণ্ডল পরিবার তার নাম রাখে রকি। ধীরে ধীরে পরিবারের সদস্য হয়ে ওঠে এই চারপেয়ে।
সবকিছুই ঠিকঠাক চলছিল। কিন্তু বিপত্তি ঘটে রবিবার বিকেলে। এ দিন প্রায় আড়াই ফুট লম্বা মোটা একটা চন্দ্রবোড়া সাপ বাড়ির ভেতরে প্রবেশ করে। সেই সময়ে দরজার সামনে বিশ্রাম নিচ্ছিল রকি। আচমকাই তার নজর পড়ে ওই সাপের দিকে। তা মুখে করে ঠেলে সরিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করে রকি। সাপটি যদিও ছেড়ে দেয়নি। দীর্ঘ সময় ধরে চলে সাপ-সারমেয় যুদ্ধ। এ দিকে দরজার গ্রিলে আটকে যায় সাপটি। সেই সময়েই সেটিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চেষ্টা করে পোষ্য। পাল্টা রকির কপালে ছোবল মারে চন্দ্রবোড়া সাপটি।
এ দিকে ততক্ষণে রকির চিৎকারে দরজার সামনে জড়ো হয়েছেন বুদ্ধদেব এবং তাঁর পরিবারের অন্য সদস্যরা। তাঁরা এসে দেখেন দরজায় আটকে রয়েছে চন্দ্রবোড়া সাপটি। রক্ত গড়াচ্ছে রকির মাথা থেকে। এর পর পরিবারের সদস্যরা সাপ ধরার বিশেষজ্ঞ দেবাশিস মজুমদারকে খবর দিতে তিনি সাপটি সরিয়ে নিয়ে যান।
আপাতত পশু হাসপাতালে চিকিৎসাধীন রকি। বুদ্ধদেব বলেন, ‘রকি আমাদের অত্যন্ত প্রিয়। পরিবারের সদস্য। বর্তমানে জামুড়িয়ার নিউ কেন্দায় পশু চিকিৎসকের কাছে চিকিৎসা চলছে ওর।দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুক, আমরা তাই চাই।’ অন্যদিকে, চিকিৎসক শুভম চট্টোপাধ্যায় বলেন, ‘চিকিৎসায় সাড়া দিয়েছে রকি। তবে ৭২ ঘণ্টা আগে কিছু বলা যাবে না। চিকিৎসা চলছে।’ কয়েকদিন আগেই মধ্যপ্রদেশের উমারিয়া জেলায় মনিবকে বাঁচাতে বাঘের সঙ্গে লড়াই করে প্রাণ হারিয়েছিল এক জার্মান শেফার্ড। এ বার রকির লড়াইয়ের খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় চোখে জল নেটিজ়েনদের।