• ফুচকা ভাজতে গিয়ে অগ্নিকাণ্ড, টিভি, ফ্রিজ-সহ আস্ত বাড়ি পুড়ে ছারখার
    এই সময় | ১১ মার্চ ২০২৫
  • ফুচকা ভাজতে গিয়ে চরম বিপত্তি। আগুন লেগে পুড়ে ছাই আস্ত বাড়ি। সোমবার ঘটনাটি ঘটেছে হুগলির চুঁচুড়ার ঘুটিয়াবাজারে। আগুন নেভাতে গিয়ে আহত হন এক দমকল কর্মী। 

    চুঁচুড়া পুরসভার অন্তর্গত ১২ নম্বর ওয়ার্ডের ঘুটিয়া বাজারে বাসিন্দা কিশোরী সিং পেশায় ফুচকা ব্যবসায়ী। সোমবার তিনি ফুচকা ভাজতে যান। কিন্তু সেই সময়েই গ্যাস সিলিন্ডার লিক করে ঘটে বিপত্তি। আগুন লাগে গোটা বাড়িতে। প্রথমে স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু তা সম্ভব না হওয়ায় খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। আগুন নেভাতে গিয়ে আহত হন এক দমকল কর্মী। প্রায় ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

    আগুন লাগে বাড়ির ভেতরের সমস্ত আসবাবপত্র, ফ্রিজ, টিভি, পাখায়। পুড়ে যায় বাড়িতে থাকা সমস্ত টাকা পয়সাও। দমকল কর্মীরা জানান, ছোট ঘরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তা নিয়ন্ত্রণে আনতে সমস্যায় পড়তে হয় দমকলকর্মীদের।

    কিশোরী সিংয়ের স্ত্রী রীতা দেবী সিং ক্যান্সারে আক্রান্ত। তিনি আগুন লাগার সময়ে ঘরেই ছিলেন। তাঁকে কোনও মতে বার করা হয় সেখান থেকে। সামান্য আহত হয়েছেন তিনিও। দমকল আধিকারিক বলেন, ‘রান্নার সময়ে গ্যাস লিক করে আগুন লাগে। ঘর ছোট হওয়ায় আশেপাশে থাকা জামাকাপড়ে আগুন লেগে যায়। গ্যাসের সিলিন্ডারটি বাড়ির বাইরে বার করে আগুন নেভানো হয়। ঘরে থাকা সমস্ত জিনিসপত্র পুড়ে গিয়েছে।’ তবে আগুন নেভাতে গিয়ে আহত হন সুমন রায় নামে এক দমকল কর্মী। আপাতত তিনি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। 

  • Link to this news (এই সময়)